বাংলা হান্ট ডেস্কঃ কংগ্রেসের মুখপাত্র তথা আইনজীবী অভিষেক মনু সিংভি (Abhishek manu singhvi) করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। আপাতত তিনি নিজের বাড়িতেই কোয়ারেন্টিনে আছেন। সুত্র থেকে জানা যায় যে, হালকা জ্বর ছিল এই কংগ্রেস নেতার। পরীক্ষার পর ওনার শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়। শুধু উনিই না, ওনার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন।
সিংভির শরীরে করোনার সংক্রমণ পাওয়ার পর ওনার ছেলে, ওনার পরিবারের অন্যান্য সদস্য এবং ওনার সাথে কাজ করা কর্মচারীদের পরীক্ষা করানো হবে। অভিষেক মনু সিংভি কংগ্রেসের দ্বিতীয় নেতা যিনি করোনায় আক্রান্ত হলেন। এর আগে কংরেস নেতা সঞ্জয় ঝাঁ এর শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছিল।
জানিয়ে দিই, এর আগে মে মাসে কংগ্রেস নেতা সঞ্জয় ঝাঁ করোনায় আক্রান্ত হয়েছিলেন। আর সেই তথ্য উনি নিজেই নিজের ট্যুইটার অ্যাকাউন্টে দেন। সঞ্জয় ঝাঁ’এর ততফ থেকে ট্যুইট করে লেখা হয়েছিল যে, ওনার করোনার টেস্ট পজেটিভ এসেছে। ওনার শরীরে করোনার কোন লক্ষণ ছিল না। উনি জানিয়েছিলেন যে, আগামী ১০ থেকে ১২ দিন একান্তবাসে থাকবেন।