২১শে জুলাই কোন শহীদ সমাবেশ নয়, স্পষ্ট জানালেন মমতা

 

বাংলা হান্ট ডেস্ক : করোনার জেরে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। দীর্ঘ আড়াই মাস লকডাউন পর্ব চলার পরে চলতি মাসের 8 তারিখ থেকে সরকার ও মানুষের রোজগারের তাগিদে আনলক পর্ব শুরু করেন মুখ্যমন্ত্রী।ফের করোনা সংক্রমন এড়াতে আগামী ৩১ শে জুলাই পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গে জুড়ে ফের লকডাউনের ঘোষণা করেন মমতা ব্যানার্জী।

সামাজিক দূরত্ব বজায় রাখা করোনা সংক্রমন এড়ানোর একমাত্র উপায় সেই কথা মাথায় রেখে রাজনৈতিক ফায়দা ভুলে রাজ্যের মানুষের সুবিধার্থে ২১ শে জুলাই শহীদ সমাবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী স্পষ্ট জানান, ২১ জুলাই কোনও শহীদ সমাবেশ করবে না তৃনমূল কংগ্রেস।

mamata banerjee 1520317958 3

আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী তথা তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, “এবার আর সমাবেশ করা সম্ভব হবে না।তৃনমূল যেভাবে বছরের সবচেয়ে বড় সমাবেশ বন্ধ রাখছে,অন্যান্য দলকেও বিভিন্ন কর্মসূচি বন্ধ রাখতে হবে।”তবে ২১ শে জুলাই মমতা ব্যানার্জী কোনও ভার্চুয়াল সভা করবেন কিনা তার কোনও ইঙ্গিত দেননি।

Udayan Biswas

সম্পর্কিত খবর