এই মরশুমে এটিকে জার্সি গায়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন রয় কৃষ্ণা। এটিকে জার্সি গায়ে চ্যাম্পিয়নও হয়েছিলেন রয় কৃষ্ণা। আর তাই সামনের মরশুমে এটিকে মোহনবাগান জার্সি গায়েই খেলবেন এই দুর্দান্ত স্ট্রাইকার। এই মরশুমে দুর্দান্ত পারফরম্যান্স করার জন্যই ফিজির এই স্ট্রাইকারের সাথে আরও এক বছরের জন্য চুক্তি স্বাক্ষরিত করল কলকাতার এই ফ্র্যাঞ্চাইজি ফুটবল দলটি।
নতুন মরশুমে এটিকের সাথে হাত মিলিয়ে একটাই দল হিসাবে আইএসএল খেলবে এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণা মুখিয়ে আছেন কলকাতায় এসে নতুন মরশুমে নতুন দলের হয়ে খেলার জন্য। গত মরশুমে আইএসএলে এটিকে যে একচ্ছত্রভাবে আধিপত্য দেখিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল তার পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল এই রয় কৃষ্ণার। এটিকে জার্সি গায়ে 15 গোল করার পাশাপাশি ছয়টি দুর্দান্ত অ্যাসিস্টও করেছিলেন রয় কৃষ্ণা। আজি স্ট্রাইকার ডেভিড উইলিয়ামাসের সাথে জুটি বেঁধে বিপক্ষ দলের রক্ষণভাগের কার্যত ঘুম কেড়ে নিয়েছিলেন এই রয় কৃষ্ণা। আর সেই কারণেই এই মরশুমে কৃষ্ণাকে নিজেদের দলে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছিল এটিকে মোহনবাগান কর্মকর্তারা। শেষ পর্যন্ত রয় কৃষ্ণাকে এটিকে নিজেদের দলেই সাইন করালো।
এটিকে মোহনবাগান ডেভিড উইলিয়ামসের সাথে আগেই চুক্তি করে নিয়েছিল। কিন্তু 32 বছর বয়সী স্ট্রাইকার রয় কৃষ্ণাকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়ে ছিল আইএসএলে অপর এক ক্লাব মুম্বাই সিটি এফসি। এছাড়া ইউরোপের বিভিন্ন ক্লাবেরও অফার ছিল রয় কৃষ্ণার কাছে। তবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ক্লাব এটিকেতেই ফিরে এলেন রয় কৃষ্ণা।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!