রাতারাতি পেট্রলের দাম বাড়ল ২৫ টাকা, পাক জনতার রোষের মুখে ইমরান

বাংলাহান্ট ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) কোষাগার ভরতে শেষ পর্যন্ত পেট্রলের দাম (petrol price) লাগামছাড়া বাড়িয়ে দিলেন ইমরান খান (imran khan)। জানা যাচ্ছে এক দিনে ২৫ টাকা দাম বেড়েছে পেট্রলের। পিছিয়ে নেই ডিজেলও এক দিনে তার দামও বেড়েছে ২১ টাকা। যার কারনে যারপরনাই ক্ষুব্ধ পাক জনতা।

imran khan sad mood 92 6 1

জানা যাচ্ছে, পাক মুলুকে এক ধাক্কায় পেট্রল ৭৪ টাকা ৫২ পয়সা থেকে ১০০ টাকা ১০ পয়সা হয়েছে। ডিজেলের দামও পিছিয়ে নেই। ডিজেল প্রতি লিটার ৮০ টাকা ১৫ পয়সা থেকে ১০১ টাকা ৪৬ পয়সা হয়েছে। পাশাপাশি, দাম বেড়েছে কেরোসিনের ও।

কেরোসিন তেলের দাম প্রতি লিটারে প্রতি লিটারে ২৩.৫০ টাকা বেড়ে প্রতি লিটারে ৫৯.০6 টাকা হয়েছে। পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে যেখানে এলপিজি পাওয়া যায় না, সেখানে কেরোসিন তেলের ব্যবহার এখনও প্রচলিত রয়েছে।

প্রসঙ্গত, ইমরান খানের নেতৃত্বাধীন সরকার ১ মার্চ থেকে জ্বালানির দাম মোট চার বার কমিয়েছে, ফলে লিটারে প্রতি লিটারে ৪২.১০ টাকা কমে, প্রতি লিটারে ১১৬.৫৬ টাকা থেকে ৭৪.৫০ টাকায় এসে ঠেকেছিল তেলের দাম। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার কারনেই এমনটা সম্ভব হয়েছিল। যদিও জানুয়ারিতেই পাক সরকার পেট্রোলের ওপর ট্যাক্স বাড়িয়ে দ্বিগুন করেছিল। প্রতি লিটার পেট্রলে ১৫ টাকা কর বেড়ে দাঁড়ায় ৩০ টাকায়।

অন্যদিকে টানা ২১ দিন পেট্রলের দাম বেড়েছে ভারতেও। দিল্লিতে ইতিমধ্যেই ডিজেল পেট্রলকে ছাপিয়ে রেকর্ড করেছে। বলা চলে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম। যার জন্য ইতিমধ্যেই মূল্যবৃদ্ধির অশনিসংকেত দেখছে আমজনতা। শেষপর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে দাম৷ জানে না কেউ

সম্পর্কিত খবর