বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যু (death) তদন্তে একটি চাঞ্চল্যকর নতুন তথ্য পেল মুম্বই পুলিস। জানা গিয়েছে, একবার নয় দুবারের চেষ্টায় আত্মহত্যা করেন অভিনেতা। প্রথমবার একটি বাথরোবের ফিতে দিয়ে আত্মহননের চেষ্টা করেন তিনি। সেই চেষ্টা বিফলে যাওয়ায় সবুজ কুর্তা দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত। বাথরোবের ফিতেটি তাঁর ঘর থেকেই ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার করেছে পুলিস।
তবে একটি বাথরোবের ফিতে আদৌ কি সুশান্তের ছয় ফুট উচ্চতার শরীরের ভার বইতে সক্ষম? সেই প্রশ্নের উত্তর জানতে ইতিমধ্যেই কালিনা ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে ফিতেটিকে। সূত্রের খবর, সুশান্তের ঘরে প্রথমে যারা ঢুকেছিলেন তারাই অভিনেতার ঝুলন্ত দেহ নীচে নামান ওই সবুজ কুর্তা কেটে। কিন্তু ঘরের মেঝেতে ছেঁড়া অবস্থায় বাথরোবের ফিতেটি পড়ে থাকতে দেখেই সন্দেহ হয় পুলিসের।
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এক পুলিস আধিকারিক জানান প্রথমে বাথরোবের ফিতেটি ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাদের। পরে তদন্ত এগোতে তারা বুঝতে পারেন সম্ভবত প্রথমে ওই ফিতেটি দিয়েই আত্মহত্যার চেষ্টা করেছিলেন সুশান্ত।
ওই পুলিস আধিকারিক আরও জানান, সুশান্তের ঘরের আলমারি খোলা অবস্থায় ছিল। ইস্ত্রি করা জামাকাপড় সব ছত্রাকার। সম্ভবত ফিতেটি ছিঁড়ে যাওয়ার পরেই আলমারি খুলে সবুজ কুর্তাটিকে টেনে বার করেন অভিনেতা। তবে সন্দেহজনক কিছু দেখেননি তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুশান্তের দেহ দেখে পুলিসের সন্দেহ হয়েছিল। তাঁর দেহ সামনে ঝুঁকে পড়ে ঝুলছিল। পুলিস সূত্রে খবর, অভিনেতার বিছানা থেকে সিলিং ফ্যানের দূরত্ব পাঁচ ফুট এগারো ইঞ্চি ও অভিনেতার উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি। সুশান্তের ঝুলন্ত দেহ থেকে ফ্যানের উচ্চতা আট ফুট এক ইঞ্চি।