বাংলাহান্ট ডেস্কঃ বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম তলানিতে অথচ ভারতের পেট্রল ডিজেলের (petrol diesel) দাম ক্রমশ উর্দ্বমুখী। এই পপরিস্থিতিতে বিপদে পড়ছেন সাধারণ মানুষ। পেট্রল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে অভিনব প্রতিবাদে পথে নামল বাম ছাত্রদল। বাইকের শবযাত্রার মধ্য দিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সরব হল তারা।
আনলকডাউনের প্রথম থেকেই প্রতিদিন বাড়ছে পেট্রল ডিজেলের দাম । অপরদিকে রাজ্য সরকারের চাপে ভাড়া বাড়াতে পারছেন না বাস মালিকেরাও। এই দ্বৈত কারনেই শহর কলকাত থেকে একের পর এক কার্যত উধাও বেসরকারি বাস। বাড়ছে অটো দৌরাত্ম্যও। সব মিলিয়ে আনলকডাউনে যে সব চাকুরিজীবি ও ব্যাবসায়ীদের পথে নামতে হয়েছে তাদের কপালে জুটছে চরম দুর্ভোগ।
একদিকে দাম বৃদ্ধি অন্যদিকে বাসভাড়া জটে পথ থেকে ক্রমশ উধাও বেসরকারি বাস। অতিরিক্ত সরকারি বাস চালিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। গড়িয়া, রুবি, আলিপুর, রবীন্দ্র সদন, পার্ক স্ট্রিট, এসপ্লানেড, উল্টোডাঙা, বেলেঘাটা, করুণাময়ী প্রভৃতি বাসস্ট্যান্ডে যাত্রীদের উপচে পড়া ভিড়ই বলে দিচ্ছে কতখানি ভয়াবহ পরিস্থিতি।
এই পরিস্থিতিতে বাইকের শবযাত্রা বার করল বাম ছাত্রদল। তাদের দাবি যে হারে পেট্রল ডিজেলের দাম বাড়ছে তাতে যে কোনো গাড়ি চালানো দায় হয়ে পড়েছে। একদিকে দেশের মানুষের হাতে টাকা নেই অন্যদিকে মোদি সরকার শোষন করছে। তাদের দাবি অবিলম্বে তেলের দাম কমাতে হবে কেন্দ্রীয় সরকার কে।