বাংলা হান্ট ডেস্কঃ ভারত (India) চীন (China) সীমান্তে দুই পক্ষের মধ্যে হওয়া সংঘর্ষে নিজেদের সেনার মৃত্যু নিয়ে এখনো মুখ খোলেনি চীন। আমেরিকার একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, চীনের কমিউনিস্ট পার্টির সিদ্ধান্ত আর সরকারের নীরব থাকার কারণে নিজেদের আপনজনকে খোয়া চীনের সেনা জওয়ানদের পরিবারের মধ্যে ক্ষোভ এবং দুঃখ দুটোই বাড়ছে।
ব্রিটবার্ট নিউজ অনুযায়ী, নিহত জওয়ানদের পরিবারকে চুপ করানোর জন্য চীন সরকারকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছিল। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এবার মৃতদের পরিবারের ধৈর্যের বাঁধ ভাঙছে। আর এবার তাঁরা চীনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভিগো সমেত অন্যান্য জায়গায় ক্ষোভ প্রকাশ করছে।
উল্লেখ্য, ১৫ জুনের ঘটনার পর ভারত স্বীকার করেছিল যে তাদের ২০ জন জওয়ান শহীদ হয়েছে। কিন্তু চীন প্রথমে তাদের কোন জওয়ান মৃত হয়েছে বলে মুখ খোলেনি। পরে জানায় যে তাদের এক কর্নেল র্যাংকের অফিসার নিহত হয়েছে এই সংঘর্ষে। আরেকদিকে ভারত সরকার সমেত বিভিন্ন বিদেশী মিডিয়া চীনের ৪৩ জন জওয়ান নিহত হয়েছে বলে জানিয়েছে।
কিন্তু চীনের সরকার এখনো নিহতদের সংখ্যা নিয়ে চুপ। এর উল্টো সেখানকার সরকারি সংবাদ মাধ্যমের মুখ্য সম্পাদন হু শিজিন দাবি করেছিলেন যে, লাদাখে দুই পক্ষের মধ্যে হওয়া সংঘর্ষে চীনের অনেক জওয়ানই নিহত হয়েছে।