টিকটক ব‍্যান করা হঠকারী সিদ্ধান্ত, নোটবন্দির মতো অবস্থা হবে: নুসরত জাহান

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অতিসম্প্রতিই ভারতে ব‍্যান হয়ে গিয়েছে চালু ৫৯টি চিনা অ্যাপ (chinese app) বন্ধ করে দিয়েছে মোদী সরকার (Modi government)। ভারত-চিন দ্বন্দের আবহে সরকারের এমন একটি পদক্ষেপে খুশি বেশিরভাগ দেশবাসী। এই অ্যাপগুলির মধ‍্যে অন‍্যতম টিকটক (tiktok)।
মাত্র কিছুদিনের মধ‍্যেই জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছিল এই অ্যাপ। তারকা থেকে সাধারন মানুষ, সকলেই মজেছিল টিকটকের জাদুতে। তবে টিকটক করতে গিয়ে বা বিভিন্ন চ‍্যালেঞ্জে অংশগ্রহণ করতে গিয়ে বহু দুর্ঘটনা ঘটেছে এর আগে। তখন কিছুদিনের জন‍্য বন্ধ হলেও ফের স্বমহিমায় ফিরে এসেছিল এই অ্যাপ।
টলি তারকাদের মধ‍্যে নুসরত জাহান (nusrat jahan) ও মিমি চক্রবর্তী (mimi chakraborty) যে টিকটকে বেশ সক্রিয় ছিলেন তা কারওরই অজানা নয়। নতুন কোনও ভিডিও দিলেই নিমেষে তা ভাইরাল হয়ে যেত সোশ‍্যাল মিডিয়ায়। প্রিয় বন্ধু মিমি চক্রবর্তীর সঙ্গে প্রায়ই ভিডিও করতে দেখা যেত নুসরতকে। মাঝে মাঝে তাঁকে সঙ্গ দিয়েছেন স্বামী নিখিল জৈনও। দুবছর আগে টিকটক জয়েন করেন নুসরত।


মোদী সরকারের টিকটক ব‍্যান করার সিদ্ধান্ত নিয়ে কি মত তৃণমূল সাংসদ নুসরত জাহানের? অভিনেত্রীর বক্তব‍্য, টিকটক ব‍্যান করা সরকারের হঠকারী সিদ্ধান্ত। এটি একটি বিনোদনের জন‍্য বানানো অ্যাপ। ভবিষ‍্যতের জন‍্য সরকারের পরিকল্পনা কি তাও প্রশ্ন তুলেছেন নুসরত। তাঁর অভিযোগ, মানুষকে বেকারত্বের যন্ত্রণা সহ‍্য করতে হবে এবার। নোটবন্দির মতো অবস্থা হবে।

তবে এই ব‍্যান নিয়ে তাঁর কোনও অসুবিধা নেই বলেই মন্তব‍্য অভিনেত্রীর। দেশের সুরক্ষার জন‍্য এই সিদ্ধান্ত হলে কোনও অভিযোগ থাকার কথাও নয়। কিন্তু যেসব চিনা সংস্থা ইতিমধ‍্যেই দেশে বিনিয়োগ করেছে তাদের কি হবে? যারা দেশে চিনা দ্রব‍্য আমদানি রফতানির কাজ করেন তারাই বা কি করবেন? প্রশ্ন তুলেছেন নুসরত।

একই প্রশ্ন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীরও। তবে টিকটকে তিনি তেমন সক্রিয় ছিলেন না। সম্প্রতি নিজের ইউটিউব চ‍্যানেল খুলেছেন তিনি। দেশের সুরক্ষার জন‍্য যদি আরও অ্যাপ ব‍্যান হয় তাতেও কোনও সমস‍্যা নেই বলেই জানান মিমি।

X