দশ ফুটের কুমিরকে মেরে খেয়ে ফেলল গ্রামবাসীরা! নৃশংস ঘটনার সাক্ষী হয়ে রইল উড়িষ্যা

বাংলা হান্ট ডেস্কঃ উড়িষ্যার (Odisha) একটি গ্রাম থেকে এক নৃশংস ঘটনার খবর পাওয়া যাচ্ছে। উড়িষ্যার মলকানগিরী জেলার কলডাপল্লী গ্রামে একটি কুমিরকে মেরে খেয় ফেলল গ্রামবাসীরা। এই পুরো ঘটনার ছবি সশ্যাল্ল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বন বিভাগে হুড়াহুড়ি পড়ে যায়। এবার বন বিভাগের আধিকারিকরা ওই কুমিরকে হত্যা করা গ্রামবাসীদের তল্লাশিতে জুটেছে।

1 52

স্থানীয় সুত্র অনুযায়ী,  কলডাপল্লী গ্রামে পোডিয়া ব্লকের কাছে সাবেরি নদী আছে। সেখানে কয়েকজন গ্রামবাসী মিলে একটি ১০ ফুট দীর্ঘ কুমিরকে ধরে। আর ওই কুমিরকে বেঁধে গ্রামে নিয়ে যায়। এরপর ধারালো হাতিয়ার দিয়ে একের পর এক কোপ মেরে ওই কুমিরকে মেরে ফেলে গ্রামবাসীরা। এরপর ওই কুমিরের ছোট ছোট টুকড়ো করে গ্রামবাসীরা ভাগাভাগি করে নেয়।

2 44

সুত্র থেকে জানা যায় যে, ওই কুমিরকে মারার প্রধান কারণ হল সেটি বারবার গ্রামে ঢুকে পড়ত আর গোরু ছাগল খেয়ে নিত। এমনকি কয়েকবার ওই কুমির গ্রামবাসীদের উপরেও হামলা করে। মলকানগিরী জেলার ফরেস্ট অফিসার প্রদীপ দেবীদাস মিডিয়া কে জানান, আমরা খবর পাওয়া মাত্রই এলাকায় যাই, কিন্তু সেখানে গিয়ে কুমিরের বডি পার্টসও পাইনা। এরপর কুমির শিকারিদের তল্লাশি শুরু করি আমরা। আশাকরি খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে।

Koushik Dutta

সম্পর্কিত খবর