বাংলাহান্ট ডেস্কঃ তৃণমূল (All India Trinamool Congress) বিজেপির তর্জার মধ্যে এবার দলের নেতাদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। শুক্রবার দলীয় বৈঠকে বিভিন্ন বিষয়ের পাশাপাশি আলোচনা চলল আগামী ২১ শে জুলাইয়ের ভার্চুয়াল শহীদ সমাবেশ নিয়েও। আলোচনার তালিকা থেকে বাদ পড়ল না ভারত চীন বিবাদও।
ভারত চীন বিবাদের পর ভারত সরকার ৫৯ টি চীনা অ্যাপ ভারতে সম্পূর্ণ নিষিদ্দ ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছে জনপ্রিয় অ্যাপ টিকটকও। এর পর থেকেই শুরু হয় নানান বাগবিতণ্ডা। টিকটকের নিষেধাজ্ঞার ফলে যুব সম্প্রদায় কর্মহীন হয়ে পড়বে, এবিষয়ে মুখ খুলে বিপাকে পড়েছিলেন নুসরত জাহাঁনও। নুসরতকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও।
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ার
মুখ্যমন্ত্রী এবার দলিয় নেতাদের কড়া বার্তা দিলেন, ভারত চীনের বিরোধীতা নিয়ে। দলীয় বৈঠকে তিনি সাফ জানিয়ে দিলেন, ‘দলের কোন সদস্যের চীন নিয়ে কথা বলার দরকার নেই। যা বলার আমি বলব, আপনারা কিছু বলবেন না’। আসন্ন নির্বাচনের প্রাক্কালে যে কোন ভুল চালে, আমজনতার কাছে তৃণমূলের ভাবমূর্তি যাতে বিঘ্নিত না হয়, সেদিকে লক্ষ্য রাখছেন মুখ্যমন্ত্রী নিজেই। তাই চীন নিয়ে কোন মন্তব্যের জেরে দলীয় কোন নেতা মন্ত্রীকে যাতে সাধারণের ক্ষোভের শিকার না হতে হয়, সেই রাস্তায় বাঁধ দিলেন মুখ্যমন্ত্রী।