লাদাখ সীমান্তে সৈন্য শক্তি দেখাল ভারত, গর্জনের সাথে আকাশে উড়ল শুখোই আর মিগ-২৯

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) লড়াকু বিমান (Fighter Plane) চীন সীমান্তের পাশের এয়ারবেস থেকে গর্জনের সাথে লাগাতার আকাশে উড়ে যাচ্ছে। ভারতীয় বায়ুসেনার দুই শক্তিশালী বিমান Su-30MKI আর MiG-29s চীনকে নিজেদের ক্ষমতা দেখাচ্ছে। ওই এয়ারবেসে রাশিয়ার Ilyushin-76 আর Antonov-32 এর সাথে সাথে আমেরিকার C-17 আর C-130J এর মতো পরিবহণ বিমানও মজুত আছে।

পরিবহণ বিমান গুলোর ব্যবহার চীনের সাথে বাস্তবিক নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন সেনা আর সামরিক উপকরণ গুলোকে নিয়ে আসা যাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। এছাড়াও এয়ারবেসে আমেরিকার ফাইটার হেলিকপ্টার অ্যাপাচেও আছে। একজন উইং কমান্ডার যিনি এয়ারবেসের সমস্ত প্রস্তুতি সুনিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তিনি বলেন, ‘ভারতীয় বায়ুসেনা সম্পূর্ণ ভাবে প্রস্তুত আছে। আমরা সমস্ত চ্যালেঞ্জের সন্মুখিন হওয়ার জন্য প্রস্তুত। বায়ু শক্তি যুদ্ধে আজ প্রাসঙ্গিক আর সবথেকে শক্তিশালী দিক।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর