জিজ্ঞাসাবাদের নামে জঙ্গিদের মত অত্যাচার করা হত আমার উপর, শ্রীসন্থের অভিযোগে তোলপাড় ক্রিকেটমহল।

2013 সালে আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডে নাম জড়ায় বিশ্বকাপ জয়ী ভারতীয় বোলার শ্রীসন্থ, অঙ্কিত চহ্বন এবং অজিত চান্ডিলার। তারপর বিসিসিআই এর বিশৃঙ্খলা রক্ষা কমিটি এই তিনজনকে আজীবন নির্বাসিত করে দেন ক্রিকেট থেকে। তবে আর মাত্র মাস দুয়েকের অপেক্ষা, তারপরই নির্বাসন থেকে মুক্তি পেয়ে যাবেন শ্রীসন্থ।

শ্রীসন্থ 2015 সালে স্পট ফিক্সিং মামলা থেকে মুক্তি পেয়ে যায় কিন্তু তার পরেও তার ওপর নিষেধাজ্ঞা জারি রাখে বিসিসিআই। বিসিসিআইয়ের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে 2018 সালে কেরল হাইকোর্টে মামলা করেন প্রাক্তন এই ভারতীয় বোলার। সেই মামলার জেরে কেরল হাইকোর্টের বিচারপতি বিসিসিআইকে নির্দেশ দেন যাতে শ্রীসন্তের ওপর থেকে আজীবন নির্বাসন তুলে নেওয়া হয়। তারপরই শ্রীসন্থের শাস্তির মেয়াদ কমিয়ে সাত বছর করে দেওয়া হয়েছে। যেটা শেষ হয়ে যাচ্ছে এই বছরের সেপ্টেম্বর মাসে।

24636785525468494af23cba07d1d62e801ad8b07b67999e6c430e77e8ed164171970d519

এক সাক্ষাৎকারে শ্রীসন্থ জানিয়েছেন জিজ্ঞাসাবাদের নামে তার ওপর জঙ্গিদের মতো অত্যাচার করা হত। এইদিন শ্রীসন্থ জানিয়েছেন আইপিএলে প্রত্যেক ম্যাচের শেষে পার্টির চলত আর সেই পার্টি থেকেই স্পট ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত শ্রীসন্থকে ধরে নিয়ে গিয়ে সরাসরি জেলে ভরে দেওয়া হয়েছিল। তারপর জিজ্ঞাসাবাদের নামে প্রত্যেকদিন 16 থেকে 17 ঘণ্টা আমার ওপর জঙ্গিদের মতো অত্যাচার চালাত। টানা 12 দিন এই অত্যাচার চলেছে। এখনও সেই সব দিনের কথা মনে পড়লে শিউরে ওঠি আমি।


Udayan Biswas

সম্পর্কিত খবর