সদ‍্য হারিয়েছেন মাকে, একদিন না কাটতেই কথা রাখতে শুটিং করলেন কাঞ্চন মল্লিক

বাংলাহান্ট ডেস্ক: চব্বিশ ঘন্টাও হয়নি হারিয়েছেন মাকে। মাতৃবিয়োগের যন্ত্রণা উপশম করার সুযোগও পেলেন না। পরের দিনই শুটিং ফ্লোরে কাঞ্চন মল্লিক (kanchan mallick)। রবিবার সকালেই শুটিংয়ে যাবেন, কথা দেওয়া ছিল। সেই কথা রাখতে মাতৃবিয়োগের কষ্টও চেপে রেখে দর্শকের মনোরঞ্জন করলেন অভিনেতা।
ডায়মন্ড হারবারে একটি ওয়েব সিরিজের শুটিং চলছে। রবিবার সকালেই শুটিং ফ্লোরে উপস্থিত থাকার কথা দিয়েছিলেন কাঞ্চন। কিন্তু শনিবার সকাল ১১টা নাগাদ বাড়িতে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন অভিনেতার মা। দীর্ঘদিন ধরেই বার্ধক‍্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। শনিবার সকালে জলখাবার খেয়ে শুয়েছিলেন। তারপর অনেকক্ষণ ডেকে সাড়া না পেয়ে ডাক্তারকে খবর দেওয়া হয়। ডাক্তার এসে মৃত ঘোষনা করেন তাঁকে।

images 2020 07 06T191613.905
শনিবারই কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত‍্য সম্পন্ন হয় কাঞ্চনের মায়ের। উপস্থিত ছিলেন অভিনেতার বন্ধু রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ‍্যায় সহ আরও কয়েকজন কলাকুশলী। পরের দিনই সকালে শুটিং ফ্লোরে উপস্থিত হন কাঞ্চন।
সম্মান জানিয়ে রুদ্রনীল একটি পোস্ট করেন ফেসবুকে। লেখেন, ‘একজন অভিনেতা,কাঞ্চন মল্লিক। যার মা কাল পৃথিবী ছেড়ে চলে গেলেন। হাউহাউ করে কান্নায় ভেঙে পড়ল আমার কাঁধে মাথা রেখে। কিন্তু, জীবিকার কারণে, মানুষকে হাসাবার দায়িত্বে সে আজ সকাল থেকে শুটিং ফ্লোরে।যন্ত্রণা ভোলার জন্য ২৪ ঘন্টাও কাটেনি। হ্যাঁ অভিনেতারা ঠিক সহজ মানুষ নয়। হয়ত অন্য কিছু।’

https://www.facebook.com/1535180140034724/posts/2741712869381439/

রুদ্রনীল পোস্টটি করার পরেই ভাইরাল হতে শুরু করে। কাঞ্চন মল্লিকের প্রতি শ্রদ্ধায় মাথা নত করেছে নেটিজেনরাও। একজন অভিনেতা নিজের পেশার প্রতি কতটা দায়বদ্ধ থাকলে এমন একটি সিদ্ধান্ত নিতে পারেন তার উদাহরণ কাঞ্চন মল্লিক। যন্ত্রণা মনের মধ‍্যে চেপে রেখেও দর্শককে হাসাতে ব‍্যস্ত তিনি। এমন অভিনেতাকে কুর্নিশ জানিয়েছে নেটজনতা।

Niranjana Nag

সম্পর্কিত খবর