“কোনও কর্মী যদি চোখ রাঙিয়ে তার জন্য ক্ষমাপ্রার্থী,রাগ ভুলে ভোটটা মমতা ব্যানার্জীকেই দিন” : অনুব্রত মন্ডল

বাংলা হান্ট ডেস্ক : বরাবরই তার ঠোঁটকাটা স্বভাবের জন্য পরিচিত বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তৃণমূলের অন্দরে বিতর্কের কথা শোনা গেলেই সেখানে নাম উঠে আসে অনুব্রত মণ্ডলের।

কিছুদিন আগেই করোনা ভাইরাসের জন্য মোদিকে দায়ী করে করেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “দেশে সাড়ে তিন লক্ষ মানুষ করোনা আক্রান্ত, এজন্য দায়ী মোদি।” বরাবরই বেশ দাপুটে মেজাজে দেখা যায় বীরভূমের কেষ্টাকে তবে ঘটছে উল্টোপুরাণ।

629815 450677 anubrata mandal

করজোড়ে ক্ষমা চাইতে দেখা গেল বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল কে। 2021 এ নিজেদের জায়গা শক্ত করতে মরিয়া তৃণমূল। ভোট নিয়ে আশঙ্কায় দাপুটে নেতা অনুব্রত মণ্ডলও।

গতকাল ইসলাম বাজারের সভা মঞ্চ থেকে করজোড়ে ক্ষমা চেয়ে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন,” দলের কেউ অন্যায় করে থাকলে, কোনও সাধারণ কর্মী যদি আপনাদের চোখ রাঙিয়ে থাকেন তার জন্য আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। করজোড়ে অনুরোধ করছি, রাগ ভুলে ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় কেই দিন।”


Udayan Biswas

সম্পর্কিত খবর