বাংলাহান্ট ডেস্কঃ মহাকাশে নিজের দেশের রকেট (Rocket) লঞ্চ করার স্বপ্ন সকলেরই থাকে। চীনও (China) তেমনই স্বপ্ন বুনেছিল। একে করোনা মহামারি, এবার অন্যদিকে ভারতের সঙ্গে সীমানা বিবাদের জের, সবকিছুর মধ্যে থেকেও মহাকাশের পথে বেশ বড়সড় রকেট লঞ্চ করার লক্ষ্যে ছিল চীন।
চীনের রকেট উড়ান
২০১৮ এর পর ২০১৯ পেরিয়ে ২০২০ -তে আবারও মহাকাশে রকেট পাঠাতে ব্যর্থ চীন সরকার। এখনও অবধি চীনের পাঠানো রকেট গুলোর মধ্যে পরিধির দিক থেকে বেশ বড় ছিল এই রকেট। প্রায় ৭০.৮ টন নিয়ে পাড়ি দেবার বিষয়ে ঠিক করা হয়েছিল। তবে উড়ানের সময়কার ভিডিওতে দেখা যায়, ভূমি থেকে উড়ে যাওয়ার পর ১ মিনিট ঠিকঠাক চললেও, পর মুহূর্তেই ধুলিস্মাৎ হয়ে চীন সরকারের স্বপ্ন।
রকেট কি পাড়ি দিল মহাকাশে?
তিন বছর ধরে পেছাতে পেছাতে শুক্রবার রকেট লঞ্চের দিন নির্ধারণ করা হয়েছিল। সলিড ফুয়েলড রকেট, নাম Kuaizhou-11। চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে আকাশ পথে পাড়ি দেবার কথা ছিল এই রকেটের। সবই তো ঠিক ছিল। কিন্তু উড়ানের পর মুহূর্তেই দেখা দিল যান্ত্রিক গোলযোগ। চোখের নিমেষেই ভেঙ্গে পড়লই রকেট। সেই সঙ্গে ধ্বংস হয়ে গেল ৬ টি স্যাটেলাইটও।
চীন সরকারের এখন শিরে সংক্রান্তি অবস্থা
গত বছর ডিসেম্বরে ‘লং মার্চ ফাইভ’ চীনের ভারী রকেটের উৎক্ষেপণ প্রক্রিয়া নির্বিঘ্নে হলেও, এই নিয়ে তিন বার ব্যর্থ হল চীন। একে করোনা, তার উপর জমি বিবাদ, আর এখন রকেট লঞ্চে অসফলতা। সব দিক থেকেই বর্তমানে ব্যর্থতা গ্রাস করছে চীনকে। সবকিছু বিচার করে দেখা যায়, চীন সরকারের এখন শিরে সংক্রান্তি অবস্থা।