এই মুহূর্তে গোটা দেশে করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। রোজই হুহু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই বহু মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কিন্তু তাতেও কমছে না উদ্বেগ। দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। গত চব্বিশ ঘন্টায় মহারাষ্ট্রে 6875 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্ত প্রায় আড়াই লক্ষ।
এরই মধ্যে দেশের বেশ কিছু রাজ্যে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকার তিন দিনের লকডাউন ঘোষণা করেছে, পশ্চিমবঙ্গেও বিভিন্ন কন্টেইনমেন্ট জোনে লকডাউন চলছে। একই রকম অবস্থা তৈরি হয়েছে ব্যাঙ্গালুরুতেও। ব্যাঙ্গালুরুতে গত 24 ঘণ্টায় 1373 জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশের বাকি মেট্রো শহর গুলির তুলনায় গত 24 ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত ব্যাঙ্গালুরুতেই।
এখন ব্যাঙ্গালুরুর প্রশাসন আরও শক্ত হাতে পরিচালনা করছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়াম এখন করোনা সেন্টারে পরিণত হয়েছে। এছাড়া ব্যাঙ্গালুরু প্যালেসও কোভিন সেন্টারে পরিণত হয়েছে। ইতিমধ্যে এই দুই জায়গাতে চলছে করোনা আক্রান্তদের চিকিৎসা।