মুম্বইয়ের রাস্তায় সাইকেল নিয়ে ঘুরছেন সারা-ইব্রাহিম, ভাইরাল হল ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: তারকা সন্তানদের মধ‍্যে যারা বলিউডে (Bollywood) অভিষেক করেছেন তাঁদের মধ্যে অন্যতম হল সইফ আলি খান কন্যা সারা আলি খান (sara ali khan)। অভিনয়ে পা রাখার আগে তেমন জনপ্রিয় না হলেও বলিউডে এসেই তাঁর জনপ্রিয়তা হু হু করে বাড়তে শুরু করে।
ইতিমধ্যেই রণবীর সিং, বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ানের মতো জনপ্রিয় ও সফল অভিনেতাদের সঙ্গে কাজ করে ফেলেছেন সারা। তাঁর প্রতিটা ছবিই বক্সঅফিসে বেশ সাফল্যও পেয়েছে। অভিনয়ের পাশাপাশি নিজের নম্র আচরণ দিয়েও নেটিজেনদের মন জয় করে নিয়েছেন সইফ কন্যা। সোশ্যাল মিডিয়াতে তাঁর ফ্যান ফলোয়িং দেখবার মতো।
তবে সারা একা নন, তাঁর ভাই ইব্রাহিমও মাঝে মাঝেই লাইমলাইটে উঠে আসেন। প্রায়ই দুজনকে একসঙ্গে দেখা যায়। সম্প্রতি ফের দুজনকে একত্রে মুম্বইয়ের রাস্তায় সাইকেল চালাতে দেখা গিয়েছে। সারা ইব্রাহিম দুজনেই সোশ‍্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন। কোনও ছবি শেয়ার করলেই তা ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ‍্যে।

https://www.instagram.com/p/B7QyrmrhE0V/?igshid=1lm0mfw30n32w

https://www.instagram.com/p/Bm8ZYqGAnAX/?igshid=17qi6xhzkss0j

সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় সাইকেল চালাতে দেখা গিয়েছে সারা ও ইব্রাহিমকে। দুজনের মুখেই মাস্ক। দুজনের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ইব্রাহিম। এছাড়া নিজের আলাদা একটি ছবিও তিনি পোস্ট করেছেন ইনস্টা হ‍্যান্ডেলে।

https://www.instagram.com/p/CCen0IzBW3U/?igshid=1ujqeyjs2eab4


অপরদিকে সারাও নিজের একটি ছবি ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন। সেই সঙ্গে মাস্ক পরে সকলকে সাবধানতা অবলম্বন করার কথাও বলেছেন অভিনেত্রী। সোশ‍্যাল মিডিয়ায় ইতিমধ‍্যেই ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি।


প্রসঙ্গত, সারা ইতিমধ‍্যেই বলিউডে পা রাখলেও ইব্রাহিম কবে অভিষেক করবেন তা জানা যায়নি। শেষবার সারাকে দেখা গিয়েছিল লভ আজ কাল ছবিতে। তাঁর বিপরীতে ছিলেন কার্তিক আরিয়ান। এরপর অতরঙ্গি রে ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। এছাড়া ওই ছবিতে দেখা যাবে অক্ষয় কুমার ও ধনুষকেও।

সম্পর্কিত খবর

X