চীন, পাকিস্তানের চিন্তা বাড়িয়ে সামরিক দিক থেকে বেশ ভালো স্থানে ভারত, দেখে নিন তালিকা

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমানে প্রতিটি দেশ নিজেদের সুরক্ষিত রাখার জন্য নতুন নতুন প্রযুক্তির সাহায্য নিচ্ছে। আর এই কারণে সমগ্র বিশ্বে নিজেদের সামরিক শক্তিকে বৃদ্ধি করতে ব্যয় করছে প্রচুর পরিমাণে অর্থের। কিছুদিন আগেই সম্পত্তি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ গুলির একটি সাময়িক লিস্ট জারি করা হয়েছে যা দেখার পর আমাদের কট্টরপন্থী দেশ পাকিস্তানের (Pakistan) রাতের ঘুম উড়ে গেছে।

জানা গিয়েছে, সামরিক শক্তিতে তিনটি দেশের পরেই চতুর্থ স্থানে নাম রয়েছে ভারতের। এবার উল্লেখযোগ্য বিষয়টি হল এখানে পাকিস্তান এখনও ভারত এর থেকে বহুগুন পিছিয়ে রয়েছে সামরিক শক্তির দিক থেকে।

Modi Imran Khan 900x500 6 3 19

সামরিক শক্তির দিক থেকে পাকিস্তানের নাম রয়েছে ১৫ তম স্থানে। অর্থাৎ পাকিস্তান নিজের দেশ থেকে ভারতকে বড় বড় হুমকি দিলেও আসলে সামরিক শক্তির দিক থেকে ভারতের তুলনায় পাকিস্তান অনেক তুচ্ছ বলে মনে করা হচ্ছে এই লিস্ট অনুযায়ী।

modi 95

আর সবার প্রথমে যে দেশের নাম রয়েছে সেটি হল ইউনাইটেড স্টেট। এখন যা বিশ্বের সবচেয়ে বেশি শক্তিশালী সামরিক শক্তি হিসাবে পরিচিত। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের সবচেয়ে বড় ও বিশ্বস্ত বন্ধু রাশিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে চীনের নাম।

মোদি সরকার জানিয়েছেন যে, ভারতকে সামরিক দিক দিকে আরো শক্তিশালী করার জন্য সমগ্র প্রচেষ্টা করা হচ্ছে এবং খুব শীঘ্রই ভারতের স্থান আরো উপরে হবে শুধু কিছু সময়ের অপেক্ষা মাত্র।

তবে এটাও অস্বীকার করলে হবে না যে ভারতের সামরিক শক্তির বৃদ্ধির একটা অন্যতম কারণ হল পাকিস্তান, চীনের মতো দেশগুলি। কারন পাকিস্তান সব সময় ভারতে জঙ্গি ঢোকানোর প্রচেষ্টাতে বসে থাকে। শুধু জঙ্গি নয় পাকিস্তানের সাথে ভারতের তিনটি বড় যুদ্ধ হয়ে গেছে যাতে ভারত বারবার জয় লাভ ও করেছে।

883032 867334 imran khan

আর প্রত্যেক যুদ্ধের পর ভারত নিজেকে আরও শক্তিশালী করার জন্য পাকিস্তানকে আরো খারাপ তর হারের সম্মুখীন করানোর জন্য সামরিক শক্তিকে বৃদ্ধি করেই চলেছে। আশা করা যাচ্ছে আগামী দিনেও ভারতের নাম এই লিস্ট অনুযায়ী আরো উপরে উঠবে।


সম্পর্কিত খবর