মানুষের অসচেতনার ফলে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছেঃ WHO

বাংলাহান্ট ডেস্কঃ দিনে দিনে বাড়তে থাকা করোনা পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) উদ্বেগ প্রকাশ করল। WHO প্রধান টেড্রোস অ্যাডেনহাম গ্যাব্রিজ পেশ করলেন আরও এক বিবৃতি। যা শুনে আরও আতঙ্কিত হয়ে পড়ল সাধারণ মানুষ। সোমবার জেনেভায় এক সাংবাদিক সম্মেলনে WHO প্রধান জানালেন এই আশঙ্কার কথা।

এখনও সচেতন নয় মানুষজন
টেড্রোসের আশঙ্কা, মহামারি করোনা ভাইরাস নিয়ে এখনও যদি মানুষ সচেতন না হয়, তাহলে এই মারণ ব্যাধি আরও ভয়ানক হয়ে উঠবে। তখন পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে যাবে। চিকিৎসকদের পক্ষে সামলানো অসম্ভব হয়ে পড়বে। এই মহামারিকে নিয়ন্ত্রণে না আনতে পারলে, ভবিষ্যতে প্রভূত বিপদ অপেক্ষা করেছে।

Coronavirus Patient Doctors 1296x728 header 1

ভুল পথে চালিত হচ্ছেন অনেকেই
WHO প্রধান টেড্রোস অ্যাডেনহাম গ্যাব্রিজ জানিয়েছেন, বিশ্বের অনেক দেশ এখনও অবধি এই রোগের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিয়ে, এই রোগকে কাবু করে ফেলেছে। অনেকে সঠিক পথেও চলছে। কিন্তু আবার অনেকে এই রোগের বিষয়ে গুরুত্ব সহকারে না দেখে, নিয়ন্ত্রণের সঠিক পথের বদলে ভুল পথে চলে যাচ্ছে। যার ফলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে।

করোনা সংক্রমণের পরিস্থিতি
সমাজের বড় বড় নেতাদের মধ্যে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, এই মহামারির বিষয়ে সতেচনতা কম। যেমন, ইউরোপ ও এশিয়ার অনেক দেশই যার ফলে ভুল পঠে চালিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষত দক্ষিণ এবং পশ্চিমের দেশ গুলিতে ক্রমাগত বেড়েই চলেছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ লক্ষ ৩০ হাজার ৩৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ১০ ট দেশ থেকে মোট ৮০ শতাংশ এবং মাত্র দুটি দেশ থেকে ৫০ শতাংশ রিপোর্ট এসেছে।

374bfee455ce4d3fa9a7f973639293df 18

করোনা হাতিয়ার
করোনা ভাইরাসকে রুখতে প্রধান হাতিয়ার হল মাস্ক, স্যানেটাইজার এবং সামাজিক দূরত্ব অবলম্বন। যেসকল মানুষজন এই বিধি নিষেধ মান্য করছেন, তাঁদের ওখানে কিছুটা হলেও আক্রান্তের সংখ্যা কম। কিন্তু যেসকল এখনও অবলীলাক্রমে নিয়ম বিধির তোয়াক্কা না করেই অবাধ বিচরণ করছেন, সেখানেই হু হু করে বাড়ছে সংক্রমণের মাত্রা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর