করোনা পরিস্থিতির জন্য এই বছর অনুর্দ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপ স্থগিত করে দেওয়া হয়েছে। এই বিশ্বকাপটি আগামী বছর অর্থাৎ 2021 সালে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু দেশজুড়ে এখনও করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, বরং রোজই পাল্লা দিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের গ্রাফ। সুস্থ হয়ে অনেক রোগী বাড়ি ফিরলেও তাদেরকেও ছাপিয়ে যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর এমন পরিস্থিতিতে ফেডারেশনের সচিব কুশল দাস ইঙ্গিত দিয়ে রাখলেন আগামী বছর দর্শকশূন্য স্টেডিয়ামে হতে পারে অনূর্ধ্ব 17 বিশ্বকাপ।
চলতি বছর ভারতের মাটিতে 2 ই নভেম্বর থেকে 19 শে নভেম্বর পর্যন্ত মহিলা বিশ্বকাপের আসর বসার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে বিশ্বজুড়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। আর সেই কথা মাথায় রেখে ফুটবলার এবং ফুটবল এর সাথে যুক্ত সমস্ত মানুষদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে এই বছর অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপ স্থগিত করে দেওয়ার নেওয়া সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা।
ফিফার তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে আগামী বছর 17 ই ফেব্রুয়ারি থেকে 7 ই মার্চ পর্যন্ত চলবে অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপ। সেই কারণে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে ফাঁকা স্টেডিয়ামে বিশ্বকাপ করার চিন্তাভাবনা করছে ফেডারেশন। তবে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে ফিফার সাথে আলোচনা করে যাবতীয় সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে নভেম্বর মাসের মধ্যে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা