বাংলা হান্ট ডেস্কঃ বিহার (Bihar) বিজেপিতে (Bharatiya Janata party) করোনার (Coronavirus) থাবা। একসাথে ৭৫ জন নেতা আর কর্মী করোনা পজেটিভ। গতকাল সবার স্যাম্পেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আজ সকালে সেগুলোর রিপোর্ট আসে। গতকাল ১১০ জনের স্যাম্পেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সংগঠনের মহামন্ত্রি নাগেন্দ্র’র রিপোর্ট পজেটিভ এসেছে। এই নেতার কয়েকমাস আগেই হার্টের অপারেশন হয়েছিল।
Total 110 samples were collected; of which 24 persons at BJP Office in Patna have tested positive for #COVID19: Sanjay Jaiswal, Bihar BJP President to ANI
— ANI (@ANI) July 14, 2020
রাজ্যের মহাসচিব দেবেশ কুমারের রিপোর্টও পজেটিভ এসেছে। সহ সভাপতি রাজেশ বর্মা, প্রাক্তন এমএলসি রাধামোহন শর্মাও করোনায় আক্রান্ত হয়েছে। বিজেপি দফতরে কাজ করা তিনজন কর্মীও করোনায় আক্রান্ত হয়েছে। বিহার বিজেপির রাজ্য অফিস সংক্রমণের হটস্পট হয়ে উঠেছে। তিনজন সাফাই কর্মী সমেত ২৪ জন নেতা কর্মী করোনায় আক্রান্ত।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিহারের মুখ্য সচিব দীপক কুমার জানিয়েছে যে , রাজ্য সরকার গোটা রাজ্যে আবারও লকডাউন চালু করা নিয়ে আলোচনা করছে। আর এটা নিয়ে আজ মঙ্গলবার সিদ্ধান্ত নেবে সরকার। আজ একটি হাইলেভেল মিটিং ডাকা হয়েছে। আপনাদের জানিয়ে দিই, রাজধানী পাটনা সমেত রাজ্যের ১০ এর বেশি জেলায় লকডাউন লাগু করা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রালয়ের তরফ থেকে জারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে ২৮ হাজার ৪৯৮ টি নতুন মামলা সামনে এসেছে আর ৫৫৩ জনের মৃত্যু হয়েছে। এরপর গোটা দেশে করোনা পজেটিভ এর মোট সংখ্যা বেড়ে ৯ লক্ষ ৬ হাজার ৭৫২ হয়ে গেছে। মোট মামলার মধ্যে ৩ লক্ষ ১১ হাজার ৫৬৫ টি সক্রিয় মামলা। এখনো পর্যন্ত গোটা দেশে ৫ লক্ষ ৭১ হাজার ৪৬০ জন সুস্থ হয়ে উঠেছেন। আর ২৩ হাজার ৭২৭ জন এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন।