বাংলাহান্ট ডেস্ক: ইনস্টাগ্রামে খুন ও ধর্ষণের হুমকি পেলেন মহেশ ভাট কন্যা আলিয়া ভাট (alia bhatt)। সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যুর জন্য তাঁকে দায়ী করে সুশান্তের অনুরাগীরাই এই কাজ করেছেন বলে দাবি করেন আলিয়ার দিদি শাহিন। প্রমাণ হিসাবে নিজের ইনস্টাগ্রাম পোস্টের কমেন্টের স্ক্রিনশট দেখান তিনি।
সম্প্রতি শাহিন ভাট নিজের ইনস্টাগ্রাম পোস্টের কয়েকটি স্ক্রিনশট পোস্ট করেন। আলিয়াকে খুন ও ধর্ষণের হুমকি দিয়েই ওই কমেন্টগুলি করা হয়েছে বলে অভিযোগ করেন শাহিন। শুধু তাই নয়, তিনি আরও দাবি করেন যারা ওই কমেন্টগুলি করেছে তারা নিজেদের সুশান্তের অনুরাগীর পরিচয় দিয়েছে। শাহিনের এই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর থেকেই ইন্ডাস্ট্রিতে তারকা সন্তান ও বহিরাগতদের নিয়ে ঝামেলা লেগেই রয়েছে। এই ঝামেলার কারনে কার্যত দু ভাগে ভাগ হয়ে গিয়েছে নেটিজেনরা। করন জোহর ও তাঁর নেপোটিজম নিয়ে তুমুল ট্রোল, সমালোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়। তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন আলিয়া ভাট সহ অন্যান্য তারকা সন্তানরাও।
অপরদিকে মহেশ ভাটের পরিচালনায় আলিয়ার আগামী ছবি সড়ক ২ এল পোস্টার মুক্তি পাওয়ার পরেও একদফা সমালোচনার শিকার হন বাবা ও মেয়ে। আলিয়া ভাটের সড়ক ২ ছবিকে ৯৮ শতাংশ নেপোটিস্টিক রেটিং দেয় সুশান্তের বানানো ওয়েবসাইট নেপোমিটার। নেপোমিটার ওয়েবসাইটের কর্ণধাররা জানান, ৫টি বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। প্রযোজনা, পরিচালনা, মুখ্য অভিনেতা, সহ অভিনেতা , চিত্রনাট্যকার।
দেখা গিয়েছে, এই ছবি পুরোপুরি স্বজন পোষনের ওপরই তৈরি। ছবির চিত্রনাট্যকার ও পরিচালক মহেশ ভাটের মেয়ে আলিয়া ও পূজা ছবির অভিনেত্রী। অভিনেতা আদিত্য রয় কাপুর হলেন প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুরের ভাই। এছাড়াও সঞ্জয় দত্ত ও মহেশ ভাটের স্ত্রী সোনি রাজদানও রয়েছৈন ছবিতে। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন মহেশ ভাটের দাদা মুকেশ ভাট।
ওয়েবসাইটের কর্ণধাররা জানান, এই ওয়েবসাইটের মাধ্যমে সদ্য মুক্তিপ্রাপ্ত বা মুক্তির অপেক্ষায় থাকা বলিউড ছবিগুলি খতিয়ে দেখা হয়। তাপর সিদ্ধান্ত নেওয়া হয় তাতে কতটা স্বজন পোষন আছে। নতুন ও আসল প্রতিভাদের সুযোগ না দিয়ে নেপোটিজমের রীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই এই নেপোমিটারের অবতারনা বলে জানান সুশান্তের পরিবার।