বাংলাহান্ট ডেস্কঃ আজ সন্ধ্যার পরেই এক বিরল অবস্থান দেখা যাবে মহাকাশে। আজ ৭ টা ৪৩ মিনিটে পূর্ব আকাশে উপস্থিত হবে বৃহস্পতি (jupiter) । সূর্য, পৃথিবী ও বৃহস্পতি একই সরলরেখায় অবস্থান করার ফলে দূরবীনের সাহায্যে পৃথিবী থেকে চারটি উপগ্রহ সমেত বৃহস্পতিকে দেখা যাবে।
আগের বার ২০০০ সালে এই দৃশ্য দেখা গিয়েছিল। পরের বার এই বিরল যোগ তৈরি হবে ২০৪০ সালে। তবে শুধু বৃহস্পতি নয় আগামী ৭ দিনে একই সরল রেখায় আসতে চলেছে শনি ও প্লুটোও। যা একই সাথে ঘটা বিরল ও কাকতালীয় বলে জানাচ্ছে বিজ্ঞানী মহল।
আজ দুপুর ১ টা ১৬ মিনিটের পর থেকে পৃথিবী, সূর্য ও বৃহস্পতি একই সরলরেখায় চলে এসেছে। রাতে ১২ টা বেজে ২৮ মিনিটে এ, পৃথিবী বৃহস্পতি সবচেয়ে কাছাকাছি অবস্থান হবে। আগামী কাল ভোর ৫ টা পর্যন্ত একই সরলরেখায় অবস্থান করবে পৃথিবী, বৃহস্পতি ও সূর্য। এছাড়া ১৬ জুলাই সকালে পৃথিবী ও সূর্যের সাথে এক সরল রেখায় উপস্থিত হবে পুল্টো।
পাশাপাশি, আজ থেকে অগস্ট অবধি ভারতের আকাশে স্পষ্ট করে দেখা যাবে নিওওয়াইসকে। আগামী ২২-২৩ জুলাই পৃথিবীর মাথার উপর দিয়ে ভেসে যাবে। তখন সে থাকবে আরও কাছাকাছি, পাশাপাশি। মাত্র ১০ কোটি কিলোমিটার দূরে। আরও বেশি উজ্জ্বল ও স্পষ্ট দেখা যাবে তার রূপ। রাতের আকাশে আলোর মায়া ছড়িয়ে দিয়ে যাবে নিওওয়াইস।
মার্চ মাসেই এই অনাহুত অতিথির খোঁজ পেয়েছিল ‘ওয়াইল্ড-ফিল্ড ইনফ্রারেড সার্ভে এক্সপ্লোরার’ (WISE) স্পেস টেলিস্কোপ।