ভবিষ‍্যতের ক‍্যাট রোবট, দীর্ঘ ১২ বছর ধরে ভারতে জাপানি কার্টুন ডোরেমনের হিন্দি ডাবিং করছেন সোনল

বাংলাহান্ট ডেস্ক: ছোট থেকে বড় হওয়ার সময়টায় পড়াশোনা খেলাধুলোর পাশাপাশি টেলিভিশনও একটা বড় অংশ জুড়ে ছিল বেশিরভাগেরই। তাড়াতাড়ি করে স্কুলে দেওয়া হোমওয়ার্ক শেষ করে রিমোট হাতে টিভির সামনে বসার ছাড়পত্র পাওয়ার জন‍্য অপেক্ষা চলত সারা সন্ধ‍্যে জুড়ে। পড়াশোনা শেষ হলেই এক ছুটে টিভির সামনে, আর ছোটবেলায় টিভি মানেই ছিল কার্টুন (cartoon)।
যাদের জন্ম নব্বইয়ের দশকে একটু বড় হতেই তাদের পরিচয় হয়েছে বিভিন্ন জাপানি টেলিভিশন শো, কার্টুনের সঙ্গে। এই কার্টুনের মধ‍্যেই অন‍্যতম ডোরেমন (doraemon)। বাইশ শতকের ‘ক‍্যাট রোবট’ ডোরেমনের অসাধারন সব গ‍্যাজেটস ও নোবিতার সঙ্গে তার মজাদার কাণ্ডকারখানা কেই বা ভুলতে পেরেছে। এখনও পর্যন্ত ভারতে একই রকম জনপ্রিয় ডোরেমন।
কিন্তু ডোরেমন তো আসলে জাপানি কার্টুন। তাহলে তার কণ্ঠে হিন্দি ভাষা বসাল কে কেউ জানেন? হিন্দিভাষী ডোরেমনের আসল গলা সোনল কৌশলের (sonal kaushal)। ২০০৫ সাল থেকে ডোরেমনের গলায় তারই কণ্ঠস্বর শুনে এসেছে সকলে। মাত্র ১৩ বছর বয়স থেকে ডোরেমনের হিন্দি ডাবিং শুরু করেন সোনল।

img 20190625 wa0007in1561451937
সুযোগ পাওয়াটা হঠাৎ করেই। নয়া দিল্লির অল ইন্ডিয়া রেডিওতে সঞ্চালকের কাজ করতেন সোনলের মা। সেই সূত্রেই তিনি জানতে পারেন ইউটিভির এই অডিশনের ব‍্যাপারে। অডিশনে সুযোগ পেয়ে যান তিনি। তখন ভাবতে পারেননি ভারতে এতটা জনপ্রিয়তা পাবে ডোরেমন। এটি সর্বাধিক রেটিং যুক্ত কিডস শো। প্রায় ৪৭৮ মিলিয়ন মানুষ দেখে ডোরেমন।

f6f89d075234a0b8c13f9f53c0d28614
তবে ডোরেমনের ভয়েস ওভার দেওয়ার কাজ খুব একটা সহজ নয়। ডাবিংয়ের সময় সোনলের সামনে চলতে থাকে এপিসোডটি। কানের হেডফোনে বাজে আসল জাপানি ভয়েস ওভার। খেয়াল রাখতে হয় সেই কণ্ঠস্বরের সঙ্গে এবং ডোরেমনের লিপ সিঙ্কের সঙ্গে যেন মিলে যায় ডাবিং।
আরূকটি জনপ্রিয় কার্টুন ছোটা ভীমের ভয়েস ওভারও দিয়েছেন সোনল। ফ্রিকি আলিতে অ্যামি জ‍্যাকসন, গ্রিম অ্যাডভেঞ্চারস অফ বিলি অ্যান্ড ম‍্যান্ডিতে ম‍্যান্ডি, মাই ফ্রেন্ডস টিগার অ্যান্ড পু তে ডার্বি এমনকি গেম অফ থ্রোনসে আরয়া স্টার্কের ডাবিংও করেছেন তিনি‌।

Niranjana Nag

সম্পর্কিত খবর