মন্দির থেকে জুতো ও মোবাইল চুরি করলেন বিজেপি বিধায়কের ভাই, বললেন- আমি MLA এর ভাই, যা ইচ্ছা করব

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ কথায় আছে চোরের মায়ের বড় গলা। এই কথারই প্রমাণ দিল বিজেপি বিধায়কের ভাই। মন্দির থেকে জুতো চুরি ও মোবাইল চুরি করলেন বিজেপি বিধায়ক ভাই! আবার বলেন আমি বিধায়কের ভাই, কে কি বলবে?

উত্তর প্রদেশের (Uttar Pradesh) সিদ্ধার্থ নগরে অবস্থিত শ্রী সিদ্ধেশ্বরী দেবীর মন্দির। আর সেখান থেকে মাঝে মধ্যে চুরি যেত ভক্তদের জুতো ও মোবাইল। সদর বিধায়ক শ্যামধনী রাহির ভাই শিবপ্রসাদ ওরফে ত্যাগীর কাছ থেকে ভক্তদের বেশ কয়েকবার জুতো  চুরির অভিযোগ উঠেছে। এই মন্দিরের পরিচালক আচার্য দুর্গেশ মিশ্র দিব্যাংশুর অভিযোগের ভিত্তিতে দায়ের করা হল এফআইআর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিবপ্রসাদকে জিজ্ঞাসাবাদ করলে তিনি উচ্চকণ্ঠে বুকচিতিয়ে বলেন হ্যাঁ আমি মোবাইল, জুতো নিয়েছি। আমি বিধায়কের ভাই। কে কি করতে পারে দেখি? আমার যা ইচ্ছা তাই করব কেউ কিছু বলতে পারবে না আমায়।

এই মন্দির কর্তৃপক্ষ দাবি করেছেন, মন্দির চত্বরে স্থাপিত সিসিটিভি ক্যামেরাটি তদন্ত করার সময় বিধায়ক ভাই শিব প্রসাদ গুপ্ত ত্যাগীর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে ভক্তদের আস্থা নষ্ট হয়ে যাবে। কেউ আর এই মন্দিরে আসতে চাইবেন না।

মামলাটি অপরাধমূলক ঠিকই কিন্তু সামাজিকভাবে হাস্যকরও বটে। যে বিধায়ক ভাই মোবাইল এবং জুতো চুরির মতো কাজ করতে পারে তাকে আর বলার মত কিছু থাকে না। অভিযোগের অনুলিপিতে তিনি আরও উল্লেখ করেছেন যে মোবাইল, হেলমেট, চপ্পল ইত্যাদি চুরি অব্যাহত রয়েছে এবং মন্দির চত্বরে আসা মহিলা ভক্তরাও শ্লীলতাহানিও চেষ্টা করেছেন বারবার।

 

X