বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলকে কাঁদানো জার্মান ফুটবলার মাত্র ২৯ বছর বয়সেই অবসর নিলেন।

2014 বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ব্রাজিলের রাতের ঘুম কেড়ে নেওয়া ফুটবলার মাত্র 29 বছর বয়সেই ফুটবলকে বিদায় জানালেন। তার এইভাবে ফুটবলকে বিদায় জানানো কিছুতেই মেনে নিতে পারছেন না ফুটবল ভক্তরা। বিশ্বকাপের ফাইনাল ম্যাচে তার পাস থেকেই গোল করে জার্মানিকে বিশ্বকাপ এনে দিয়েছিল মারিও গোয়েতেজ। এমনকি ব্রাজিলের ঐতিহাসিক জার্মানির কাছে সাত গোল খাওয়ার সেই ম্যাচেও তিনি করেছিলেন দুটি গোল। জার্মানির সেই আন্দ্রে শুরুলে এবার তার বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তাও মাত্র 29 বছর বয়সেই।

29 বছর বয়সেই একজন ফুটবলার চূড়ান্ত ফার্মে থাকেন। এই বয়সেই ফুটবলারদের ফুটবল ক্যারিয়ার মধ্যগগনে থাকে। আর এই কম বয়সেই ফুটবলকে চিরতরে বিদায় জানালেন আন্দ্রে শুরুলে। এটা মেনে নিতে পারছেন না তার কোটি কোটি ভক্তরা। কারণ জার্মানির বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান কারিগর ছিলেন এই আন্দ্রে শুরুলে।

104958366c6dd74c3278356cd09f4c719bc1f1993b95773995ab257432ee936cf402a07a0

জার্মানির হয়ে 57 টি ম্যাচ খেলে 22 টি গোল করেছেন আন্দ্রে শুরুলে। ক্লাব ফুটবলে বরুসিয়া ডর্টমুন্ড, চেলসি এবং বায়ার্ন লেবারকুসেনের মতো বড় বড় ক্লাবে খেলেছেন তিনি। কিন্তু দীর্ঘদিন ধরে চোট আঘাতজনীত সমস্যায় ভুগছিলেন তিনি। আর সেই কারণে চোট নিয়ে আর নিজের খেলা চালিয়ে যান নি। আর তাই এই কম বয়সেই নিজের বুট জোড়া তুলে রাখলেন আন্দ্রে শুরুলে।


Udayan Biswas

সম্পর্কিত খবর