বাংলাহান্ট ডেস্কঃ অ্যামাজন (Amazon) বর্তমানে অনলাইন জিনিসপত্র ক্রয় করার একটি জনপ্রিয় সংস্থা। অর্ডার করলে, বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার পছন্দের জিনিস। কিন্তু এই অ্যামাজনে সাইটকে কাজে লাগিয়ে রাজস্থানের জয়পুরের (Jaipur) এক ছাত্র রমরমিয়ে করেছিলেন বেআইনি ব্যবসা।
অনলাইনে চলত গাঁজা বিক্রির ব্যবসা
জয়পুরের এক নামী কলেজে বি-কম ফাইনাল ইয়ারের ছাত্র হলেন অভিষেক ওরফে বাবু। পড়াশুনার ফাঁকে অ্যামাজনে একটি অনলাইন সাইট খুলে গাঁজার (Hemp) বিক্রি শুরু করে দিয়েছিল। ক্রেতারা অর্ডার করলেই, তাঁদের বাড়ি গিয়ে গাঁজা পৌঁছে দিত এই বাবু। কেউ যাতে সন্দেহ না করতে পারে, সেই কারণে গাজার ছোট ছোট পুরিয়া বানিয়ে বিক্রি করত।
অপারেশন চালায় জয়পুর পুলিশ
খবর পেয়ে বেশ কিছুদিনের নজরদারির পর অপারেশন ক্লিন সুইপের আওতায় জয়পুর পুলিশ অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করে। পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরের এক নামী কলেজে বি-কম ফাইনাল ইয়ারে পড়াশুনা করত এই বাবু। এর বাড়ি থেকে প্রায় ৩২ কিলো গাঁজা উদ্ধার করেছে জয়পুর পুলিশ।
পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, রাজসমন্ড থেকে একটি ডেলিভারি ট্যাক্সি গাড়িতে করে জয়পুরে এসে, সেখান থেকে অনলাইনে প্রাপ্ত গাঁজার অর্ডার সে ডেলিভারী করত। অল্প সময়ে মোটা টাকা কামানোর জন্যই এই পথ অবলম্বন করে সে।
তদন্তে নেমেছে পুলিশ
ধরা পরে অভিষেক জানিয়েছে, কল সেন্টারে কর্মরত যুবকরা কাজের চাপে মাথা হালকা রাখতে অনলাইনে গাঁজার অর্ডার দিত। অভিষেক তাঁদের কাছে প্রতি ১০ গ্রাম ৩০০ টাকা হিসাবে গাঁজা বিক্রি করত। এই ঘটনার জেরে পুলিশ তদন্তে নেমেছে। অনলাইনে গাঁজা বিক্রির পেছনে আরও কেউ আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।