‘তাপসী বি গ্রেড অভিনেত্রী’, কঙ্গনাকে পাল্টা তোপ দেগে তাপসী বললেন ‘আমাদের পরীক্ষার ফল বেরিয়েছে’

বাংলাহান্ট ডেস্ক: তাপসী পন্নু (tapsee pannu) ও কঙ্গনা রানাওয়াতের (kangana ranawat) মধ‍্যে তর্ক বিতর্ক নতুন নয়। তাপসীর অভিনয় বা তাঁর আচার আচরণ নিয়ে আগেও কটাক্ষ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ফের একবার তাপসী পন্নু ও স্বরা ভাস্করের ওপরে তোপ দেগেছেন কঙ্গনা। দুজনকে ‘বি গ্রেড অভিনেত্রী’ বলে তীব্র কটাক্ষ করেছেন ‘কুইন’ অভিনেত্রী।
সম্প্রতি একটি সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে তাপসী পন্নু ও স্বরা ভাস্করের সম্পর্কে মন্তব‍্য করেন কঙ্গনা রানাওয়াত। তিনি বলেন, “আমার এখন শুধুই খোয়ানোর আছে। কারন কাল এরা তাপসী পন্নু ও স্বরা ভাস্করের মতো ২০ জন আউটসাইডারকে নিয়ে আসবে আর তারা বলবে, ‘শুধু কঙ্গনারই নেপোটিজম নিয়ে সমস‍্যা আছে। আমরা করন জোহরকে ভালবাসি।'”

taapsee kangana 1595149166
কঙ্গনা আরও বলেন, “যদি তোমরা করন জোহরকে ভালইবাসো তাহলে তোমরা বি গ্রেড অভিনেত্রী কেন? তোমাদের দুজনকেই আলিয়া ভাট ও অনন‍্যা পাণ্ডের তুলনায় দেখতে ভাল। দুজনের অভিনয়ও তুলনামূলক ভাল। তাহলে তোমরা কাজ পাও না কেন? তোমার অস্তিত্বটাই নেপোটিজমের একটা প্রমাণ।”
অবশ‍্য তাপসীও চুপ করে থাকার পাত্রী নন। কঙ্গনাকে একহাত নিয়ে একটি টুইট করেছেন তিনি। অভিনেত্রীর নাম না করে তিনি লিখেছেন, ‘শুনলাম দশম ও দ্বাদশ শ্রেণীর পর আমাদেরও পরীক্ষার ফল বেরিয়ে গিয়েছে! আমাদের গ্রেড সিস্টেম এবার অফিশিয়াল হয়ে গেল? এতদিন তো নম্বর দিয়েই পরীক্ষার ফল বেরোত।’

https://twitter.com/taapsee/status/1284734953784143878?s=19

টুইটে উত্তর দিয়েছেন স্বরা ভাস্করও। তিনি লিখেছেন, ‘আউটসাইডার, বি গ্রেড অভিনেত্রী কিন্তু আলিয়া ও অনন‍্যার থেকে ভাল। এটাকে আমি প্রশংসা হিসাবেই ধরছি। ধন‍্যবাদ কঙ্গনা। তুমি খুবই সুন্দর, দয়ালু ও অসাধারন অভিনেত্রী।’

https://twitter.com/ReallySwara/status/1284778878876168192?s=19

অবশ‍্য এটাই প্রথম নয়, এর আগেও তাপসীর উদ্দেশে তোপ দেগেছিলেন কঙ্গনার দিদি রঙ্গোলি চান্দেল। তাপসীকে কঙ্গনার ‘সস্তা কপি’ বলে কটাক্ষ করেন রঙ্গোলি। এর উত্তরে তাপসী বলেন, ‘আমি জানতাম না কোঁকড়া চুলের ওপর ওঁর একচ্ছত্র অধিকার রয়েছে। কিন্তু আমি কোঁকড়া চুল নিয়েই জন্মেছিলাম। এছাড়া আমি আর কি কপি করেছি জানিনা। এছাড়া আমাকে সস্তাও বলা হয়েছে। আমি সবথেকে বেশি পারিশ্রমিক পাইনা। তাই আমি সস্তা।’

Niranjana Nag

সম্পর্কিত খবর