বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাস (corona virus) সংক্রমণ ছড়িয়ে পড়ার শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra modi) দেশবাসীর কাছে অনুরোধ করেছিলেন মানুষের অসহায়তার সুযোগ না নিতে। কিন্তু আজও এক শ্রেনীর মানুষ দেদার লুটছে সাধারণ মানুষকে। আর সেই তালিকায় প্রথমেই আছে সেবাযান ( ambulance)। ভারতের বিভিন্ন বড় শহরে এই মুহুর্তে কম বেশি অ্যাম্বুলেন্স ভাড়া কিলোমিটার প্রতি ৩০০০ টাকা। যা নিয়ে ইতিমধ্যেই ক্ষিপ্ত সাধারণ মানুষ থেকে প্রশাসন ।
মুম্বাইতে ১৫০০০ টাকা ভাড়া ৩ কিলোমিটারের জন্য
ভারতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকেই হু হু করে সংক্রমণ ছড়িয়ে পড়ে বাণিজ্য নগরী মুম্বাইয়ে। এই শহরে করোনা রোগীদের কাছ থেকে ১০-১৫ কিলোমিটারের জন্য ৩০,০০০ টাকা চার্জ করছে অ্যাম্বুলেন্স চালকরা, এমনটাই অভিযোগ। অর্থাৎ এক কিলোমিটারের জন্য করোনার রোগীদের কাছ থেকে তিন হাজার টাকা আদায় করা হয়েছিল।
এই অভিযোগের পরে, মহারাষ্ট্র সরকার এই ইস্যুতে হস্তক্ষেপ করে। কিন্তু তারপরেও সুরাহা হয় নি জুনের শেষে, পুনেতে কোভিড -১৯ রোগীর সাত কিলোমিটারের জন্য আট হাজার টাকা ভাড়া নেওয়া হয়।
বেঙ্গালুরু থেকে কলকাতা, ছবিটা একই রকম
মুম্বাইয়ের মত দেশের অন্যান্য রাজ্যের ছবিও একই। একজন ব্যক্তি তার 54 বছরের বৃদ্ধা মাকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করতে অ্যাম্বুলেন্সের জন্য 15,000 টাকা দিতে বাধ্য হন, দূরত্ব ছিল ছয় কিলোমিটারেরও কম ছিল। কলকাতায় রোগীদের কাছ থেকে পাঁচ কিলো মিটার পর্যন্ত ছয় থেকে আট হাজার টাকা চাওয়া হয়েছে বলে অভি যোগ রয়েছে।