চাণক্য নীতি : জীবনে বড় হতে চাইলে অনুপ্রেরণা নিন দেবাদিদেব মহাদেবের থেকে

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের মাটিতে যে সব মহান ব্যক্তি জন্ম নিয়েছেন তাদের মধ্যে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের প্রধানমন্ত্রী চাণক্য (chanakya) প্রাতঃস্মরণীয়। এখনো পর্যন্ত তার মত একাধারে রাজনীতি, কূটনীতি, যুদ্ধ বিশারদ ও অর্থনীতিবিদ মানুষ ভারতের মাটিতে জন্ম নেয় নি। চন্দ্রগুপ্তের মহামন্ত্রী হলেও তিনিই ছিলেন সাম্রাজ্যের আসল চালিকাশক্তি। চন্দ্রগুপ্তের সিংহাসন আরোহন থেকে শুরু করে নির্বিঘ্নে রাজ্য শাসন সমস্তই তারই উর্বর মস্তিষ্কের ফসল।

64578 lordshiva 30 8 16

ভারতীয় সাহিত্য ও লোকগাঁথায় চাণক্য এক কিংবদন্তি স্বরূপ। তিনি তার বিশাল জ্ঞান লিপিবদ্ধ করেছিলেন অর্থশাস্ত্র ও চাণক্য নীতি নামের দুটি গ্রন্থে। বস্তুত এই দুই গ্রন্থে চাণক্যের দেওয়া উপদেশাবলি যদি কেউ অক্ষরে অক্ষরে মেনে চলতে পারে তবে নাম, যশ, খ্যাতি ও সম্পদের চূড়ায় ওঠা সম্ভব। চাণক্যের মতে জীবনে বড় হতে গেলে আমাদের সকলকেই দেবাদিদেব মহাদেবের কাছ থেকে শিক্ষা নিতে হবে।

shiva 1 1200x900 1

মহাদেবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হ’ল তিনি সঙ্কটে আতঙ্কিত হন না এবং সংকটের মোকাবিলা করেন। সংকটের সময়ে, এই জাতীয় ব্যক্তি যে মানব কল্যাণ বজায় রেখে কাজ করে তারা জীবনে মহান মানুষ হিসাবে স্বীকৃতি পান।

image 108
মহাদেব/ Mahadev

শিবের মতই ত্যাগ করুন, যার ত্যাগের অনুভূতি রয়েছে সে না চাইলেও সকল প্রকার আনন্দ উপভোগ করে। ভগবান শিব যেমন বিশ্বকে বাঁচাতে নিজে বিষ খেয়েছিলেন, তেমনি মহান মানুষ মানব কল্যাণে নিজের সর্বস্ব ত্যাগ করতে পারেন।

Shiva

শিবের মতোই প্রত্যেক মানুষের বিশ্বের কল্যাণ নিয়ে চিন্তা করা উচিত। শিবের অন্য অর্থ কল্যাণও। জীবনে বড় হতে চাইলে নিজেকে মানব কল্যানে সর্বদা নিয়োজিত রাখুন

 

সম্পর্কিত খবর