নানা টালবাহানার পর শেষ পর্যন্ত এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দিতে বাধ্য হল আইসিসি। এর আগেও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে একাধিক বৈঠক করেছে আইসিসির কর্মকর্তারা। কিন্তু সেই সময় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তাঁরা। অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ এই বছরের মত স্থগিত করার সিদ্ধান্ত নিল আইসিসি।
একদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ার ফলে লাভবান হল ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ তারা এই সময়টায় আইপিএল আয়োজন করতে পারবে। অপরদিকে এই বছর বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ার ফলে পরপর তিন বছর তিনটি বিশ্বকাপ অনুষ্ঠিত করতে হবে আইসিসিকে। সেই ক্ষেত্রে কোন বিশ্বকাপ কোথায় হবে সেই নিয়েও বড় প্রশ্ন থেকে যাচ্ছে।
আইসিসির পূর্ব সূচি অনুযায়ী 2020 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়, তারপর 2021 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতে এবং 2023 সালে 50 ওভারের বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু 2020 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় সেটি অনুষ্ঠিত হবে 2022 সালে। সেক্ষেত্রে পরের তিন বছরে তিনটি বিশ্বকাপের মধ্যে দুটি বিশ্বকাপ হবে অনুষ্ঠিত হবে ভারতে।