রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ সময় মাত্র ৩২ সেকেন্ড, ওই সময়ের সারতে হবে পুরো প্রক্রিয়া

বাংলাহান্ট ডেস্কঃ ৫ অগাস্টই তিথি নক্ষত্র মেনে আগামী অযোধ্যায় রাম মন্দিরের ‘ভূমি পুজো’-র অনুষ্ঠান হবে। তবে ৩ অগাস্ট থেকে শুরু হবে বিভিন্ন আচার অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi) অযোধ্যায় আসছেন ৫ তারিখেই। তিনিই ভূমি পুজোর প্রথম ইটটি স্থাপন করবেন বলে জনা গিয়েছে।

শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র সভাপতি ট্রাস্টের প্রধান মহন্ত নিত্যগোপাল দাসের উত্তরসূরী মহন্ত কমলনায়ন দাসও বর্ণনা করেছেন যে ৫ ই আগস্ট শুভ সময় যখন প্রধানমন্ত্রী মোদী রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

89 4

জানা গিয়েছে, কমলনয়ন দাশের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫ আগস্ট ঠিক ১২:১৫ এ রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ সময়টি মাত্র ৩২ সেকেন্ড।

কাশীর যোগ্য পণ্ডিতগণ ভূমির পূজা ও ভিত্তি প্রস্তর স্থাপনের পুরো অনুষ্ঠানটি সম্পাদন করবেন। কমলনয়ন দাশ বলেছিলেন, “প্রধানমন্ত্রী মোদীর প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে, এ কারণেই তিনি অযোধ্যা আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রবল ইচ্ছা ছিল যে রাম মন্দির তৈরি হলেই তিনি অযোধ্যা যান।

ভূমি পূজনের ঐতিহাসিক অনুষ্ঠানটি প্রত্যক্ষ করবেন কাশীর বাবা বিশ্বনাথ শহর থেকে পাঁচ জন আসছেন। কাশী থেকে ২ জন সাধু ও ৩ জন কাশী বিদ্যা পরিষদ জ্যোতিষীরা এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ পেয়েছেন।

Capture l 1

রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন ও ভূমি পূজা অনুষ্ঠানের আচার অনুষ্ঠান করবেন অল ইন্ডিয়া সন্ত সমিতির জাতীয় সাধারণ সম্পাদক স্বামী জিতেন্দ্রনন্দ সরস্বতী, সত্যুয়া বাবা আশ্রমের মহন্ত সন্তোষ দাস, অধ্যাপক রাম চন্দ্র পান্ডে, অধ্যাপক বিনয় পাণ্ডে এবং অধ্যাপক রাজনারায়ণ দ্বিবেদী।

 

সম্পর্কিত খবর