করোনার ভ্যাকসিনও আবিস্কার করতে পারবে বেন স্টোকস!

জো রুটের অবর্তমানে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে প্রথমবারের জন্য টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দিয়েছিলেন বেন স্টোকস। কিন্তু সেই ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে হারতে হয়েছিল ইংল্যান্ড কে। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে দাপটের সাথে খেলে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড। এর ফলে এই মুহূর্তে সিরিজ সমতায়। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের জয়ের নায়ক সেই বেন স্টোকস। ব্যাটে- বলে দুর্দান্ত পারফরম্যান্স করে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে জয় এনে দেয় বেন স্টোকস।

ম্যানচেস্টার দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে 176 রানের দুর্দান্ত ইনিংস খেলেন বেন স্টোকস এবং দ্বিতীয় ইনিংসে 57 বলে 78 রানের একটি ঝোড়ো ইনিংস আসে স্টোকসের ব্যাট থেকে। এছাড়া তিনটি উইকেটও নিয়েছেন তিনি। অর্থাৎ দ্বিতীয় টেস্ট ম্যাচ দুই ইনিংস মিলিয়ে 254 রান এবং তিনটি উইকেট নেন বেন স্টোকস। এর ফলে ম্যাচের সেরাও হয়েছেন তিনি।

25750315cabb05bd3d9aa488825bab62b36df43b050e395fa9ec052e5ebad4f0ae254d98

তারপর বেন স্টোকসকে উদ্দেশ্য টুইট করেন ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। তিনি বলেন ‘আমরা এখন বেন স্টোকসকে ক্রিকেট মাঠে আটকে রেখে ওর প্রতিভা নষ্ট করছি। এখন বেন স্টোকস যে ফর্মে রয়েছেন তাতে ও করোনার ভ্যাকসিনও খুঁজে বের করতে পারবেন।’

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর