সমস্ত রেকর্ড ভেঙে কলকাতায় সাড়ে ৫১ হাজার পেরিয়ে গেল সোনা! মাথায় হাত আমআদমির

বাংলাহান্ট ডেস্ক / সোনার দাম : সোনার দাম (gold price)  বৃদ্ধি নিয়ে এই মুহুর্তে চিন্তিত সাধারণ জনতা। বুধবার দেশের পাশাপাশি শহর কলকাতাতেও সোনার দাম রেকর্ড করেছে৷ ইতিহাসে প্রথমবার ভারতের বাজারব সোনার দাম পেরিয়ে গেল ৫০ হাজার টাকার গণ্ডি৷ কলকাতায় হলুদ ধাতুর দাম (gold price in kolkata)   প্রায় সাড়ে ৫১ হাজার টাকা (51,525) ।

images 2020 07 22T182358.217

বুধবার সোনার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (Multi Commodity Exchange) সূচক ১ শতাংশ বৃদ্ধি পাওয়ায় আজ সোনার দাম ৪৯৩ টাকা প্রতি গ্রাম বেড়েছে দেশজুড়ে। যার ফলে ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে আজ প্রতি ১০ গ্রাম সোনার দাম পেরিয়ে গেল ৫০ হাজার টাকার রেকর্ড। পাশাপাশি, বুধবার সকালে রুপোর দাম ৫.৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০,৬১৯ টাকায়। যেটিও একটি নতুন রেকর্ড।

ইতিমধ্যেই, বিশ্বব্যাপী মহামারির আকার নিয়েছে করোনা ভাইরাস। চিনের সঙ্গে সঙ্গে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের (Cororna Virus) আতঙ্ক। এমনকি ভারতেও এই মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ। ভারতেও থাবা বসিয়েছে করোনা। এর জেরেই বিশ্ব বাজারে তৈরী হয়েছে অর্থনৈতিক মন্দা। যার সাথে পাল্লা দিয়ে চলছে সোনার দামের উত্থান পতন।

এই দাম বৃদ্ধির ফলে ভবিষ্যতে স্বর্ণ ব্যবসায়ি সহ স্বর্ণ শিল্পীদের অনেকেই লোকসানের মুখে পড়বে। ইতিমধ্যেই বিগত এক দশকে অনেক স্বর্ণশিল্পীই সোনার কাজ ছেড়ে অন্য কাজের দিনে পাড়ি দিয়ে জীবন ধারনের জন্য। একই সাথে সোনার দাম বেড়ে যাওয়ার কারনে মাথায় হাত মধ্যবিত্তেরও। সামনেই বিয়ের মরশুম। আর ভারতীয় পরিবারে সোনা ছাড়া বিয়ে কল্পনা করাই যায় না !

 

সম্পর্কিত খবর