দিল্লিতে চার বছরের শিশুকন্যাকে বাঁচাতে দুই অপহরণকারীর বিরুদ্ধে একা লড়লেন মা, দেখুন ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ স্নেহময়ী মা যে সন্তানের রক্ষার জন্য কতখানি শক্তিময়ী হয়ে উঠতে পারেন তা আমরা সকলেই জানি। সেই কথাই আর একবার মনে করিয়ে দিলেন দিল্লির (delhi) এক নারী। নিজের চার বছরের কন্যা সন্তানকে অপহরণ হওয়া থেকে বাঁচাতে খালি হাতেই লড়াই করলেন তিনি। ভাইরাল (viral) হওয়ার পর সেই লড়াইকে কুর্ণিশ জানিয়েছে গোটা দেশ।

PicsArt 07 23 12.08.00

 

সিসিটিভিতে ধারন করা সেই ভিডিওতে দেখা যায়, বাইকে করে দুই ব্যক্তি একটি বাড়ির সামনে এসে দাঁড়ায়। আচমকাই তারা বাড়ির সামনে থাকা শিশুকন্যাটিকে বাইকে তুলে নিয়ে চম্পট দেবার চেষ্টা করেন। কিন্তু শিশুটির মা সঠিক সময়ে ঘটনাটি বুঝতে পারেন, এবং ছুটে আসেন।

কিন্তু ততক্ষণে বাইকে স্টার্ট দিয়ে দিয়েছেন ঐ দুই দুষ্কৃতি। তবুও হেরে যাননি ঐ মহিলা। চলন্ত বাইকটিকে হাত দিয়ে এমন ভাবে টেনে ধরেন যে বাইক আরোহীরা বেসামাল হয়ে তার সন্তানকে রেখেই সেখান থেকে পালিয়ে যায়।

সামাজিক মাধ্যমে এই ভিডিও এর পরবর্তী অংশ পোস্ট করা হয়েছ। যেখানে অপর এক ব্যক্তি কার্যত খালি হাতেই ঐ দুই দুষ্কৃতিকে ধরে ফেলে। রাস্তায় আড়া আড়ি ভাবে বাইক রেখে তাদের বাধা দিয়ে একাই আটকে দেন দুজনকে।

এই ঘটনায় ঐ শিশু কন্যাটির কাকা সহ দুজনকে আটক করেছে দিল্লি পুলিশ। তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

 

সম্পর্কিত খবর