এবার আইপিএলে বাড়িতে বসেই ধারাবিবরণী দেবেন ধারাভাষ্যকররা।

এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। কবে যে এই মারন ভাইরাসের হাত থেকে পৃথিবী রক্ষা পাবে সেই উত্তর কারোর কাছেই নেই। তবে করোনা ভাইরাসের প্রভাবে মানুষের দৈনন্দিন জীবনে অনেক পরিবর্তন এসেছে। সবথেকে বেশি যেটাই পরিবর্তন এসেছে সেটা হল মানুষের কাজের ধরন পাল্টে গেছে। আগে মানুষ যেটা ভাবতেও পারত না সেটাই এখন মানুষ করছে, অর্থাৎ বাড়িতে বসে কাজ। বিশেষ করে যারা আইটি প্রফেশনের সাথে যুক্ত তারা এখন বাড়িতে বসেই নিজেদের কাজ করছেন। অনেক অসুবিধা থাকার সত্ত্বেও তাদেরকে বাধ্য হয়ে এই কাজ করতে হচ্ছে।

তবে সব প্রফেশনে তো আর বাড়িতে বসে কাজ করা যায় না। মূলত খেলাধুলা, খেলাধুলার ক্ষেত্রে বাড়িতে বসে কাজ করা মোটেও সম্ভব নয়। তবে এই অসম্ভব কাজটি করোনার প্রকোপে এবার সম্ভব হয়েছে অর্থাৎ এবার বাড়িতে বসেই ধারাভাষ্য করতে পারবেন ধারাভাষ্যকাররা। অর্থাৎ মাঠে ক্রিকেট ম্যাচ হবে সেই ম্যাচের ধারাভাষ্যকারা বাড়িতে বসেই দেবেন ম্যাচের ধারাবিবরণী।

87363555d667454f93302056b667410df5a275033c43720a5ed5ee0b2be787f9faa0821e

কয়েক দিন আগে দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত হয়েছিল টি-থ্রি ক্রিকেট। সেই ম্যাচের সম্প্রসারণকারী সংস্থা ধারাভাষ্যকারদের জন্য বাড়িতে বসেই ধারা বিবরণী দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আর সেই ম্যাচে বাড়ি থেকেই খুব সুন্দর ভাবে ধারাবিবরণী দিয়েছিলেন ইরফান পাঠান, দ্বীপ দাশগুপ্তা এবং সঞ্জয় মাঞ্জরেকার। এই পরিকল্পনা দারুণভাবে সফল হওয়ার ফলে এবার আইপিএলেও এমনটাই করার পরিকল্পনা করেছে বিসিসিআই। জানা গেছে চলতি আইপিএল দুবাইতে অনুষ্ঠিত হলেও ভারতে নিজের নিজের বাড়িতে বসেই ধারাভাষ্য দিতে পারবেন আইপিএলের ধারাভাষ্যকাররা।


Udayan Biswas

সম্পর্কিত খবর