বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (India) সঙ্গে সীমানা বিবাদে লিপ্ত চীনকে (China) এবার এক বড়সড় ধাক্কা দিতে চলেছে মোদী (Narendra modi) সরকার। ভারত সরকার চীনসহ দেশগুলি থেকে সরকারী সংগ্রহের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে চলেছে। নীতি অনুসারে এই দেশগুলির একটি ফার্ম সুরক্ষা ছাড়পত্র এবং একটি বিশেষ কমিটির সাথে নিবন্ধনের পরে তবেই দরপত্র পূরণ করতে পারবে।
ভারত সরকারের গৃহীত সিদ্ধান্ত
২০১৭ সালের ভারত সরকারের সাধারণ আর্থিক বিধি পরিবর্তিত করে গত বৃহস্পতিবার ভারত সরকার এক নতুন নিয়মের সূচনা করেন। ভারত সরকারের গৃহীত এই পদক্ষেপে ভারতের সীমান্ত দেশগুলি থেকে আগত বিনিয়োগকারীদের নিয়ন্ত্রণ করা যাবে। দেশের প্রতিরক্ষা ও সুরক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন গৃহীত এই আইন অনুসারে ভারতের প্রতিবেশি কোন দেশ যদি ভারতে পণ্য, পরিষেবা বা প্রকল্পের কাজগুলিতে বিনিয়োগ করতে চায়, তাহলে তাঁকে উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা লাগু করা নিয়মে পাস করতে হবে।
সরকারী খাতের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা, কেন্দ্রীয় সরকারী খাতের উদ্যোগ, সরকারী-বেসরকারী অংশীদারিত্ব প্রকল্পগুলিও এই নিয়মের মধ্যে পড়ছে। পাশাপাশি ভারত সরকার রাজ্য সরকার এবং রাজ্য আন্ডারটাকিংসও এই নিয়মের আয়ত্তায় রয়েছে।