বাংলা হান্ট ডেস্কঃ গতকালই তৃণমূলের (All India Trinamool Congress) নতুন কমিটি ঘোষণা হয়েছে, আর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার দলের মধ্যে শুরু হয়েছে চরম অসন্তোষ। বিশেষ করে শুভেন্দুগড় পূর্ব মেদিনীপুর জেলায় দলের অন্দরে শুরু হয়েছে চরম অশান্তি। শুভেন্দু (Suvendu Adhikari) অনুগামীদের মতে তাঁদের প্রিয় নেতার ডানা ছাঁটাই করা হয়েছে, আর সেটা তাঁরা কোনমতেই মেনে নিতে পারছে না। এতদিন এই শুভেন্দু অধিকারীর কাঁধে ছিল গুরু দায়িত্ব। গত লোকসভা ভোটে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও মালদহের পর্যবেক্ষক ছিলেন তিনি। অধীরের ডেরা থেকে দুটি আসন ছিনিয়েও এনেছিলেন তিনি।
কিন্তু এবার পর্যবেক্ষক পদটাই তুলে দিয়েছে তৃণমূল। প্রাপ্ত খবর অনুযায়ী, শুভেন্দু অধিকারীর ডানা ছাঁটতেই এই চরম সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব। শুভেন্দু অধিকারীর অনুগামী এবং ওনার পরিবারের আশা ছিল যে, এবার হয়ত ওনাকে রাজ্য সভাপতির দায়িত্ব দেবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী। কিন্তু ছত্রধর, ঋতব্রতদের সাথে তাঁকেও বানানোর হয়েছে দলের সাধারণ সম্পাদক। আর এটাই মেনে নিতে পারছে না পূর্ব মেদিনীপুর তৃণমূল কংগ্রেস।
মমতা ব্যানার্জীর এহেন সিদ্ধান্ত ব্যাপক ক্ষুব্ধ শুভেন্দু অনুগামী এবং অধিকারী পরিবার। যদিও শুধু শুভেন্দু অধিকারীরই না, আরও বড়বড় মাপের নেতার পদ কেড়ে নেওয়া হয়েছে। আর এরমধ্যে শামিল আছে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের জামাইও। এছাড়াও মন্ত্রী অরুপ বিশ্বাসের ভাই স্বরুপ বিশ্বাসেরও ডানা ছাঁটা হয়েছে। এছাড়াও অর্পিতা ঘোষ সহ আরও অনেকেরই পদ কেড়ে নেওয়া হয়েছে।
তৃণমূল নেতৃত্বের এই সিদ্ধান্তের জেরে খভে ফুঁসছেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা। নতুন কমিটিতে তৃণমূলের দুঁদে নেতাদের পদের কোন পরিবর্তন হয়নি। পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সীরা নিজের পদে বহাল তবিয়তেই রয়েছেন। সুত্রের খবর রাজ্যে বাস ভাড়া বাড়ানোকে কেন্দ্র করেই মমতা ব্যানার্জীর সাথে মনোমালিন্য হয় পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর।
একদিকে মমতা ব্যানার্জী যেমন বাস ভাড়া বাড়ানোর পক্ষে ছিলেন, তখন আরেকদিকে পরিবহণ মন্ত্রী বলেছিলেন যে, কোন বাস ভাড়া বাড়ানো হবে না। এরপর থেকেই হয়ত দুজনের মধ্যে দূরত্ব ধীরে ধীরে বাড়তে থাকে। এমনকি এও শোনা যায় যে, শুভেন্দু অধিকারী তৃণমূলের বেশ কয়েকজন বিক্ষুব্ধ নেতাদের নিয়ে নতুন দলও গঠন করতে পারেন। আগামী বিধানসভায় ১০০ এর বেশি আসনে প্রার্থীও দিতে পারেন ওনারা। তাহলে কি … সেই গুঞ্জন সত্যি প্রমাণিত হতে চলেছে?