কার রেসিং ছেড়ে পর্ন তারকা, প্রচুর টাকা কামিয়ে ফের রেসিংয়ে ফিরছেন রিনি গ্রেসি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই একটি খবরে চমকে গিয়েছিল নেটজগৎ। সুপারকার রেসিং ছেড়ে নীল ছবির জগতে প্রবেশের সিদ্ধান্ত নিয়ে রাতারাতি সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন অস্ট্রেলীয় সুপারকার রেসার রিনি গ্রেসি (Renee Gracie)। আর্থিক অনটন কাটাতেই এই সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন বলে জানিয়েছিলেন রিনি।
এবার ফের এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছেন এই রেসার। শোনা যাচ্ছে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি ছেড়ে ফের কার রেসিংয়ের দুনিয়াতেই পা রাখতে চান তিনি। পর্ন ছবির জগতে প্রবেশ করেই রীতিমতো জনপ্রিয় হয়ে ওঠেন রিনি। মাত্র কিছুদিনের মধ‍্যেই প্রচুর টাকাও রোজগার করেন তিনি।


কিন্তু এবার সম্ভবত মন ভরে গিয়েছে রিনির। তাই হঠাৎ করেই পর্ন ছবি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আবার অনেকে বলছেন আর্থিক সমস‍্যা মিটে গিয়েছে তাঁর। তাই ফের রেসিংয়েই ফিরতে চাইছেন রিনি।


তবে এই প্রসঙ্গে এক সংবাদ মাধ‍্যমের তরফে রিনি গ্রেসিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, রেসিংয়ে তিনি ফিরছেন ঠিকই কিন্তু এর জন‍্য অ্যাডাল্ট ফিল্মের জগৎ এখনই ছাড়ছেন না তিনি। উল্লেখ‍্য, রিনি গ্রেসির ওয়েবসাইটটি উপলবদ্ধ শুধুমাত্র তাঁর অনুরাগী বা সাবস্ক্রাইবারদের জন‍্য। রিনির কথায়, এটাই তাঁর পক্ষে রেসিং ও পর্ন ছবিতে শুটিং দুইই সামলাতে সাহায‍্য করবে।

https://www.instagram.com/p/B_5qdHOJiz1/?igshid=9266b3rwtx0e

রিপোর্ট অনুযায়ী, অ্যাডাল্ট ছবির জগতে প্রবেশ করে প্রতি মাসে প্রায় ৯০ হাজার ডলার রোজগার করেছেন রিনি, ভারতীয় মুদ্রায় যা ৬৭ লক্ষেরও বেশি। যে আর্থিক অনটনের সম্মুখীন তিনি হয়েছিলেন তা কেটে গিয়েছে। রিনির কথায়, এই পর্ন ছবির জন‍্যই এখন রেসিংয়ে ফিরলেও তাঁর বাজেট নিয়ে চিন্তা করতে হবে না।

X