টুর্নামেন্টে দল বাড়াতে নারাজ এফএসডিএল! ইস্টবেঙ্গলের ISL খেলার সম্ভাবনা প্রায় শেষ।

আইএসএল আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই বছর আইএসএলে তারা দল বাড়াতে চাই না অর্থাৎ দশ দল নিয়েই আইএসএল করতে চাইছে তারা। আর তার ফলে এই বছর ইস্টবেঙ্গলের আইএসএলে খেলার সম্ভাবনা আরো ক্ষীন হয়ে গেল।

শুক্রবার আইএসএল ফ্র্যাঞ্চাইজি গুলির মালিকদের সাথে বৈঠকে বসেছিল এফএসডিএল। সেই বৈঠকেই তারা জানিয়ে দিয়েছে যে গত বছরের মতো এই বছরও দশ দল নিয়ে আইএসএল আয়োজন করতে ইচ্ছুক তারা। এই বছর কোন ভাবেই দলের সংখ্যা বাড়াতে চাইছে না এফএসডিএল কর্তৃপক্ষ। এছাড়াও এফএসডিএল কর্তৃপক্ষ জানিয়েছে আইএসএল খেলার জন্য যে সমস্ত শর্ত গুলি রয়েছে সেগুলি পূরণ করা দীর্ঘ সময়ের ব্যাপার। আর তারপরই এই বছর ইস্টবেঙ্গলের আইএসএল খেলার সম্ভাবনা আরো কমে গেল।

8113173402959c73bedd8927c8f11e4069d5d6cf056861ea5b91ac2f9fcb56bf95499f69

এফএসডিএল জানিয়েছে আইএসএল খেলার জন্য যে সমস্ত শর্ত গুলি রয়েছে সেগুলি এই কম সময়ের মধ্যে পূরণ করে আইএসএল খেলা যে কোন নতুন ক্লাবের কাছে খুবই কঠিন। তবুও হাল ছাড়তে নারাজ ইস্টবেঙ্গল, তারা দ্রুত ইনভেস্টর খোঁজার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে তাড়াতাড়ি আইএসএল খেলার সমস্ত শর্ত পূরণ করে আইএসএলে নামতে পারে। তবে এরই মধ্যে এফএসডিএল-এর এই সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের কাছে একটা বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর