বাংলাহান্ট ডেস্কঃ রোজই পৃথিবীতে নানারকম আজব ঘটনা ঘটতে দেখা যায়। সম্প্রতি মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরের (Indore) একটি ঘটনায় অবাক হয়ে গেলেন প্রতিটি মানুষ। এ আবার কেমন স্বামী সংসার? এক অদ্ভুত এবং অপ্রীতিকর ঘটনার জেরে তদন্তে নেমেছে পুলিশ।
ইন্দোরের ঘটনা
করোনা সংক্রমণের মধ্যে দেশ জুড়ে যখন করোনা বিধিনিষেধ মেনে চলার বার্তা দেওয়া হচ্ছে, তখন ইন্দোরে বসে এক ব্যক্তি এক নোংরা খেলায় মেতে উঠেছে। টাকার জন্য লিখিত চুক্তি করে নিজেরই স্ত্রীকে জোর করে পাঠাচ্ছে পরপুরুষের কাছে। আবার সেই স্ত্রী গর্ভবতী হয়ে পড়ায় সেই বাচ্চাকে নিতে অস্বীকারও করছে।
এক আজব চুক্তিপত্র
হ্যাঁ, ঠিকই শুনেছেন। মধ্যপ্রদেশের এক ব্যাক্তি ১১ লক্ষ টাকার বিনিময়ে এক প্রতিবেশির সাথে একটি চুক্তি করেন। যে চুক্তি অনুসারে তাঁর স্ত্রী ওই প্রতিবেশীর সাথেই থাকবে। সেই মত জোর করে স্ত্রীকে পাঠিয়েও দেওয়া হয় সেখানে। প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ায় ওই মহিলা গর্ভবতী হয়ে পড়েন। এক কন্যা সন্তানেরও জন্ম দেন ওই মহিলা।
থানায় অভিযোগ জানায় স্ত্রী
কন্যা সন্তানের জন্মের পর আবারও স্ত্রীকে ১১ লক্ষ টাকার বিনিময়ে প্রতিবেশীর কাছে থাকার চুক্তিপত্র করে স্বামী। কিন্তু সেই সময় টাকা পয়সা নিয়ে বিরোধ হওয়ায়, স্ত্রী সোজা থানায় গিয়ে তাঁর দুঃখের কথা জানান। সেইসঙ্গে স্বামী এবং শ্বশুর বাড়ির লোকেদের নামে থানায় অভিযোগ জানায়।
তদন্তে নেমেছে পুলিশ
ঘটনার তদন্তে নেমেছে ইন্দোর থানার পুলিশ। ইন্দোরের ডিআইজি হরিণারায়ণ চারি মিশ্র বলেছেন, যে এই কেসের বিষয়টি অত্যন্ত গুরুতর একটি বিষয়। সেক্ষেত্রে এই ঘটনার তদন্ত নিবিড়ভাবে করা হচ্ছে।