‘আমার বিরুদ্ধে গুজব রটানো হচ্ছে’, বলিউড ‘গ‍্যাং’এর ষড়যন্ত্রের শিকার এ আর রহমান!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অস্কার বিজয়ী সঙ্গীত শিল্পী এ আর রহমান (a r rahman), তিনিই কিনা কিনা বলিউডের ‘গ‍্যাং’য়ের (bollywood gang) ষড়যন্ত্রের শিকার! সম্প্রতি নিজের মুখেই এমনটা স্বীকার করেছেন এই প্রখ‍্যাত সঙ্গীত শিল্পী। বলিউডের একটি গ‍্যাংয়ের জন‍্যই হিন্দি ছবিতে বেশি কাজ করার সুযোগ পাচ্ছেন না তিনি।
সুশান্ত সিং রাজপুতের ‘দিল বেচারা’ ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। এই প্রসঙ্গে রেডিও মির্চির সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানান, যখন দিল বেচারার পরিচালক মুকেশ ছাবরা তাঁর কাছে এসেছিলেন তখন তিনি বলেন, অনেকে নাকি তাঁর কাছে আসতে বারন করেছিল। তখনই রহমান বুঝতে পারেন ইচ্ছা থাকলেও কেন হিন্দি ছবিতে বেশি কাজ করতে পারছেন না তিনি।
সঙ্গীত পরিচালকের কথায়, “আমি ভাল ছবিকে কোনও দিনই না বলিনা। কিন্তু আমার মনে হয় ভুল বোঝাবুঝির কারনে একটি গ‍্যাং আমার সম্পর্কে গুজব রটাচ্ছে।” তিনি আরও বলেন, “আমি ডার্ক ছবিতে কাজ করছি কারন একটা গোটা গ‍্যাং আমার বিরুদ্ধে রয়েছে। তারা আমার ক্ষতি করছে।”


তবে রহমান বলেন, তিনি ভাগ‍্যের ওপর বিশ্বাস রাখেন। পাশাপাশি তিনি বলেন ছবিতে কাজের প্রস্তাব নিয়ে তাঁর কাছে আসতে। তিনি হিন্দি ছবিতে বেশি করে কাজ করতে চান। তাঁর কথায়, “মানুষ চায় আমার কাজ। কিন্তু কিছু মানুষ তাতে বাধা সৃষ্টি করছে। তবে ঠিক আছে। কারন আমি ভাগ‍্যে বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি সবকিছু ঈশ্বরেরই দান। তাই আমি ছবি ও অন‍্যান‍্য কাজ করছি। আপনাদের সবাইকে স্বাগত আমার কাছে। ভাল ছবি তৈরি করুন এবং আসুন আমার কাছে।”
এ আর রহমানের এই মন্তব‍্য কার্যত হতবাক করে দিয়েছে নেটিজেনদের। সোশ‍্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। এমন একজন স্বনামধন‍্য শিল্পীকেও বলিউডের ‘নোংরা’ ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে এমনটা বিশ্বাসই করতে পারছেন না নেটজনতা।

X