সুশান্ত মামলার তদন্তকারী অফিসার ও পুলিসের ডেপুটি কমিশনার সামনে বসিয়ে জেরা, আড়াই ঘন্টা পর ছাড়া পেলেন মহেশ ভাট

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মৃত‍্যু মামলায় পুলিসি জেরা করা হল পরিচালক মহেশ ভাটকে (mahesh bhatt)। সোমবার মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় হাজিরা দেন মহেশ। সকাল ১১:৩০ থেকে ২ টো পর্যন্ত টানা আড়াই ঘন্টা জেরা করা হয় পরিচালককে।
অতি সম্প্রতি জানা গিয়েছিল সুশান্ত মামলায় জেরার জন‍্য পুলিসের ডাক পেয়েছেন পরিচালক মহেশ ভাট। আগামী এক দুদিনের মধ‍্যেই বয়ান রেকর্ড করতে পুলিসের সম্মুখীন হতে হবে পরিচালককে। আজ সোমবারই থানায় হাজিরা দেন তিনি।

ezgif.com webp to jpg 2 5

সকাল ১১:৩০ নাগাদ সান্তাক্রুজ থানায় পৌঁছান মহেশ ভাট। বয়ান রেকর্ডের পর ২টো নাগাদ থানা থেকে বেরিয়েই সোজা নিজের গাড়িতে চেপে চলে আসেন তিনি। এমনকি পাপারাজির ক‍্যামেরার সামনেও বেশিক্ষণ দাঁড়াননি পরিচালক। জানা গিয়েছে, সুশান্ত মামলার তদন্তকারী অফিসার ও পুলিসের ডেপুটি কমিশনার সামনে বসিয়ে জেরা করা হয় মহেশ ভাটকে। তবে জেরার বিষয়বস্তু এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, এর আগে জানা গিয়েছিল সুশান্তের মৃত‍্যুর পর মহেশ ভাট ঘনিষ্ঠ সুহৃতা দাসের সোশ‍্যাল মিডিয়া পোস্টের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ করা হবে পরিচালককে। সুশান্তের মৃত‍্যুর পরপরই মহেশের ঘনিষ্ঠ সুহৃতা দাসের একটি পোস্ট ভাইরাল হয়।

https://www.instagram.com/p/CDI69XtAFCR/?igshid=1coz1vgb6xmuv

 

রিয়াকে উদ্দেশ‍্য করে ওই পোস্টে অনেক কিছু বলেছিলেন সুহৃতা। অভিনেত্রীকে সান্ত্বনা দিয়ে তিনি জানান, কিভাবে রিয়া সুশান্তকে সামলে রাখত, তাঁর অসুস্থতার সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করত।
শুধু তাই নয়, সুশান্তের অবসাদ সম্পর্কে রিয়ার মহেশ ভাটের পরামর্শ নেওয়া, পরভিন বাবির সঙ্গে সুশান্তের তুলনা টানা সেসব নিয়েও লিখেছিলেন সুহৃতা। জানা গিয়েছিল, ওই পোস্টটির প্রসঙ্গেই পরিচালককে জিজ্ঞাসাবাদ করবে পুলিস। তবে পোস্টটি নিয়ে তোলপাড় শুরু হতেই সেটি সোশ‍্যাল মিডিয়া থেকে ডিলিট করে দিয়েছিলেন সুহৃতা।


Niranjana Nag

সম্পর্কিত খবর