জঘন্য রেকর্ড! আমিরশাহিতে প্রত্যেকটি ম্যাচেই হারতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে।

আইপিএলের অন্যতম সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স। সব থেকে বেশি আইপিএল ট্রফি জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল অধিনায়ক হিসেবে চারবার ট্রফি উঠেছে রোহিত শর্মার হাতে। আইপিএলে আর কোন দলের এই রেকর্ডটি নেই। কিন্তু সংযুক্ত আরব আমিরশাহীতে আবার এই মুম্বাই ইন্ডিয়ান্সের রেকর্ডই সবথেকে খারাপ। আরব আমিরশাহীতে পাঁচটি আইপিএল ম্যাচ খেললেও একটিতেও জিততে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স।

2014 সালে ভারতে লোকসভা ভোট থাকার কারণে সেই বছর আইপিএলের প্রথম পর্বের ম্যাচ গুলি হয়েছিল আরব আমিরশাহীর মাটিতে। সেই সময় আমিরশাহীতে পাঁচটি ম্যাচ খেলেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু একটি ম্যাচেও জিততে পারেনি তারা। প্রত্যেকটি ম্যাচেই হারতে হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে।

82884299b21c161698ce3a2cff84cf8f9bb551a20d7bdd2e578cc8310caae9f6e414f651

2013 সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স তার পরের বছর অর্থাৎ 2014 সালে মুম্বাই ইন্ডিয়ান্সকে ঘিরে ব্যাপক প্রত্যাশা ছিল সমর্থকদের মধ্যে কিন্তু সেইবার আরব আমিরশাহীতে খেলতে গিয়ে একেবারে হতাশাজনক পারফরম্যান্স করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম পাঁচটি ম্যাচের প্রত্যেকটিতে হারতে হয়েছিল রোহিতদের। ফের 2020 আইপিএলের আসর বসতে চলেছে আমিরশাহীতে। এর ফলে কিছুটা হলেও চিন্তার ভাঁজ মুম্বাই টিম ম্যানেজমেন্টের কপালে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর