সারা বিশ্বে ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতে শুরু হচ্ছে “আইসিসি ওয়ানডে সুপার লিগ,”

Published On:

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি আগেই জানিয়েছিল যে 2023 বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য ওডিআই সুপার লিগ চালু করবে। অবশেষে শুরু হতে চলেছে সেই ওডিআই সুপার লিগ। আগামী 30 শে জুলাই বিশ্বকাপজয়ী ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ডের মধ্য ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে শুরু হতে চলেছে ওয়ানডে সুপার লিগ।

ঠিক হয়েছে এই প্রতিযোগিতায় অংশ নেবে 13 টি দল যার মধ্যে 12 টি দল থাকবে আইসিসির পূর্ণ সদস্য। অপর একটি দল হল নেদারল্যান্ডস। সূচি অনুযায়ী এই লিগে অংশগ্রহণকারী প্রত্যেক দল চারটি করে হোম এবং চারটি করে আওয়ে ম্যাচ খেলবে। প্রত্যেকটি সিরিজে তিনটি করে ম্যাচ হবে। এই লিগে অংশগ্রহণকারী প্রথম সাতটি সেরা দল আগামী 2023 সালে ভারতে অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে পারবে।

আইসিসি তরফে মনে করা হচ্ছে এই ওয়ানডে সুপার লিগ ক্রিকেটকে আরও বেশি জনপ্রিয় করে তুলবে সারা বিশ্বের কাছে। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান বলেছেন আমরা আগামী 2023 বিশ্বকাপের সফর শুরু করতে চলেছি আয়ারল্যান্ডে মত দলের বিরুদ্ধে। ওরা খুবই ভালো দল, যেকোনো শক্তিশালী দলকে ক্ষমতা রয়েছে ওদের।

X