তিনজন কুস্তীগিরকে একাই মাত করলেন গেরুয়াধারী, ভাইরাল ভিডিও দেখে চমৎকৃত নেটপাড়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক / ভাইরাল ভিডিও : ইংরেজিতে একটা কথা খুবই প্রচলিত ‘never judge a book by it’s cover’। এই কথাটি হাড়ে হাড়ে টের পেলেন তিন পালোয়ান। কুস্তির আখড়ায় তিনজনকেই একসাথে কুস্তির প্যাঁচে মাত দিলেন এক গেরুয়াধারী। ভাইরাল ভিডিও ( viral video)   দেখে তাক লেগে গিয়েছে নেটপাড়ার।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, কোনো এক কুস্তির আখড়ায় একে একে তিন পালোয়ানকে বিখ্যাত ‘ধোবি পাছাড়’ দিলেন এক গেরুয়া বসন পরিহিত ব্যক্তি। সম্ভবত কোনো কারনে তার সাথে কুস্তির আখড়ায় বচসায় জড়িয়ে পড়েছিলেন ঐ তিন জন। মুহুর্তে তিনজনকে এমন ভাবে তুলে ছুড়ে ফেলেন তিনি যে তারা আর পাল্টা আক্রমণ করতে সাহস পায়নি।

ভিডিওটি সামাজিক মাধ্যমে আসতেই তুমুল ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ইতিমধ্যেই ১৪ হাজার নেটিজেন দেখে ফেলেছেন ভিডিওটি। লাইক কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। যদিও অনেকেই এই ভিডিওকে স্ক্রিপ্টেড বা পূর্ব পরিকল্পিত বলছেন৷ তবুও তার শক্তি দেখে চমৎকৃত নেট পাড়া।

গতকালই ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় একটি খাড়া পাহাড়, যেখানে একজন প্রশিক্ষিত রক ক্লাইম্বারকে দড়ির সাহায্য নিয়ে উঠতে হচ্ছে। সেই পথেই তড়তড়িয়ে উঠে যাচ্ছে এক গেরুয়া ধারী সন্ন্যাসী। যা দেখে তাজ্জব বনে যান দড়ির সাহায্যে ওঠা এক রক ক্লাইম্বারও।

ভিডিওটি পোস্ট হওয়ার সাথে সাথে ভাইরাল হয়ে যায়। এখন অবধি ৩,৫০০ বার রিটুইট করা হয়েছে, পাশাপাশি ৩,১৩,৯০০ জন নেটিজেব এটি পছন্দ করেছেন। মোট ভিউ এর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে 7 মিলিয়নের বেশি ভিউ। দেখে নিন সেই অসম্ভব ভাইরাল ভিডিও, হতবাক হবেন আপনিও

 

সম্পর্কিত খবর

X