বড় খবরঃ বিশেষ সম্প্রদায়ের অনুরোধে লকডাউনের তারিখ পাল্টে দিলেন মমতা ব্যানার্জী!

বাংলা হান্ট ডেস্কঃ আজ নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে রাজ্যে লকডাউনের (Lockdown) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জী (Mamata Banerjee)। আগামী মাসের দিন গুলোতে বেছে বেছে লকডাউন হচ্ছে। এর আগেই কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন যে, ১লা আগস্ট বকরি ঈদের দিনে রাজ্যে লকডাউন থাকবে না। উনি জানিয়েছিলেন যে, কোন ধর্মকেই আঘাত করে রাজ্যে লকডাউন ডাকা হবে না।

এর আগে রাজ্যের স্বরাষ্ট্র সচিব ঘোষণা করেছিলেন যে, রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে সেই জন্য সপ্তাহে দুই দিন করে রাজ্যে কড়া লকডাউন থাকবে। গত সপ্তাহের বৃহস্পতিবার এবং শনিবার রাজ্যের লকডাউনের ঘোষণা হয়েছিল। আর আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যে আগামী আগস্ট মাসের লকডাউনের ক্যালেন্ডার ঘোষণা করেন। কিন্তু ওনার ঘোষণার পর লকডাউনের তারিখ আবার পাল্টে ফেলা হয়।

প্রাপ্ত খবর অনুযায়ী, আগস্ট মাসের ২ এবং ৯ তারিখ লকডাউন হবে না। লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন গোষ্ঠীর তরফ থেকে বারবার লকডাউনের দিন বদলে দেওয়ার অনুরোধ আসছিল বলে খবর। আর তাঁর জেরেই লকডাউনের দিন বদলে ফেলা হল। এই দুটোদিন বিশেস সম্প্রদায়ের অনুষ্ঠান আছে। আর সেই কারণে যাতে জনসাধারণের অসুবিধে না হয়, তাই লকডাউনের দিন পাল্টে ফেলা হয়েছে।

 


Koushik Dutta

সম্পর্কিত খবর