লকডাউনে কলকাতায় ৪ মাস আটকে থাকার পর অবশেষে বাড়ির পথে বাগানের ডিফেন্ডার সাইরাস।

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের জেরে বিশ্বজুড়ে লকডাউন চলছে। আর এই লকডাউনের জেরে প্রায় চার মাস কলকাতায় আটকে ছিলেন মোহনবাগানের আই লিগ জয়ী কারিবিয়ান ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাস। অবশেষে বাড়ির পথে ড্যানিয়েল সাইরাস। প্রায় 2 দিন বিমান যাত্রার পর ড্যানিয়েল সাইরাস বুধবার পৌঁছাবেন বার্বাডোজে।

মার্চ মাসে ভারতে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে কলকাতায় আটকে রয়েছেন ড্যানিয়েল সাইরাস। অবশেষে বাড়ির পথে মোহনবাগানের ক্যারিবিয়ান ফুটবলার। প্রথমে বার্বাডোজে পৌঁছে সাত দিন কোয়ারেন্টিনে থাকবেন তিনি তারপর চলে যাবেন টোবাগোতে নিজের বাড়িতে।

4447593229d34fe2a74019567017b2b6c61d0777befe79908e6f9100e19c0547727954ad

লকডাউনের মধ্যেই মোহনবাগানের স্প্যানিশ ব্রিগেড ফিরে গিয়েছেন নিজেদের দেশে। কিন্তু মোহনবাগানের দুই ক্যারিবিয়ান ফুটবলার ড্যানিয়েল সাইরাস এবং পাপা বাবাকর দিওয়ারাকে কিছুতেই তাদের বাড়িতে যাওয়ার ব্যবস্থা করতে পারছিলেন না মোহনবাগান ক্লাব কর্তারা। অবশেষে বিরাট অংকের আর্থিক মূল্য খরচ করে বিমানের টিকিট কেটে তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পেরেছেন মোহনবাগান ক্লাব কর্তারা। সোমবারই কলকাতা শহর ছাড়েন সাইরাস, বুধবার সকালেই তিনি পৌঁছে যাবেন বার্বাডোজে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর