বাংলাহান্ট ডেস্কঃ করোনা কালে যখন বিশ্বের তাবড় তাবড় কোম্পানি ভরাডুবির সম্মুখীন হয়েছে তখন একের পর বাণিজ্যিক চুক্তিতে আবদ্ধ হয়ে এগিয়ে চলেছে রিলায়েন্স (reliance)। এক নতুন সমীক্ষায় দেখা যাচ্ছে রিয়ায়েন্সের মোট সম্পদের পরিমান পৃথিবীর ১৩৪ টি দেশের জিডিপির তুলনায় বেশী। পড়শি দেশ পাকিস্তানের (pakistan) অর্ধেক।
তবে শুধু পাকিস্তান নয়, রিয়ায়েন্সের মোট সম্পদ নেপালের তুলনাতেও অনেকটাই বেশী। রিলায়েন্সের মোট সম্পদ যেখানে ১৩ লাখ কোটি টাকার কিছু বেশী। সেখানে নেপালের জিডিপি মাত্র ১.৮ লাখ কোটি। পাশাপাশি ভারতের আরেক পড়শি দেশ শ্রীলঙ্কা ( জিডিপি ৬.৫ লাখ কোটি) এর তুলনায় দ্বিগুন সম্পদের অধিকারী রিলায়েন্স৷
পাকিস্তানের মতই কলম্বিয়া, মালেশিয়ার মত দেশেরও মোট জিডিপির অর্ধেক এর সমান সম্পদের অধিকারী ভারতের রিলায়েন্স। পাশাপাশি ভূটানের মোট জিডিপির ৬৭ গুন সম্পদ রয়েছে রিলায়ন্সের। বাংলাদেশ, ইজিপ্ট, ফিনল্যান্ড, চিলির মত বড় দেশের জিডিপিও রিলায়েন্সের মাত্র দেড়গুন।
সম্পত্তির ক্ষেত্রে মুকেশ আম্বানি এখন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের ($ 89 বিলিয়ন) খুবই কাছাকাছি রয়েছেন। তবে এখনও দুজনের সম্পদে যথেষ্ট পার্থক্য রয়েছে। তা পূরণ করতে জিও কর্ণধারের বেশ কিছুদিন সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।