উত্তরবঙ্গের পর এবার দক্ষিণে বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনাঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ আজকের আবহাওয়ার (Today’s weather) পূর্বাভাস বলছে, আজ থেকে সামান্য হলেও কমবে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ। উল্টে দক্ষিণে বাড়তে পারে বৃষ্টির আশঙ্কা। আবহাওয়া দফতর জানিয়েছিল, আগস্টের প্রথম সপ্তাহে বৃষ্টি বাড়বে বাংলার দক্ষিণের আকাশে। এবার তারই অপেক্ষায় কলকাতাবাসী।

1029be0fd62eb115d91261209c16c0dc

শহরের তাপমাত্রা
রবিবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরের আকাশে আবছা রোদ বিরাজ করছে। বাতাসে আদ্রতার পরিমাণও বেশিই রয়েছে। ভ্যাপসা গরমে নাজেহাল মানুষজন। প্রখর সূর্যের তাপে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠছে। দেখা নেই বৃষ্টির।

rain 11

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালের দিকে হালকা বৃষ্টি দেখা দিলেও, বেলার দিকে বেশ কয়েকটি জায়গায় বজ্রপাত যুক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

14c4eb871a9541397035c224123fcd40 59e964a40952e

উত্তরের আকাশ
বেশ কিছুদিন ধরে ভারী বর্ষণে ভাসছে উত্তরবঙ্গে। ইতিমধ্যেই প্লাবিত হয়ে গিয়েছে বেশ কিছু অঞ্চল। ব্যাহত হয়েছে জনজীবন। তবে আজ থেকে কিছুটা হলেও কমতে পারে বৃষ্টির পরিমাণ। মানুষজন আবারও ফিরবে তাঁদের স্বাভাবিক জীবনযাপনে।

f828b0adab2c9e3d8e9d4e1d48bdd783

দক্ষিণের আবহাওয়া
উত্তরের অঞ্চল বন্যা প্লাবিত হলেও, দক্ষিণের আকাশে কিন্তু খটখটে রোদের উপস্থিতি দেখা যাচ্ছে। তবে আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগস্টের প্রথম সপ্তাহে প্রবল বর্ষণের মুখোমুখি হবে দক্ষিণবঙ্গ। বাংলার দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আসন্ন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর